ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন মাহমুদ

২০২৫ অক্টোবর ০৮ ১২:৩৭:০৬

ইউনিয়ন ক্যাপিটালের নতুন চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড-এর পরিচালনা পর্ষদে বড় পরিবর্তন এসেছে। কোম্পানিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ী ড. কাজী মঈনুদ্দিন মাহমুদ।

বুধবার (০৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

উভয় স্টক এক্সচেঞ্জে পাঠানো কোম্পানির বিবৃতিতে জানানো হয়, পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় সর্বসম্মতিক্রমে ড. কাজী মঈনুদ্দিন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এখন থেকে তিনি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ নীতিনির্ধারক পদে দায়িত্ব পালন করবেন।

কোম্পানির সূত্র জানিয়েছে, নতুন চেয়ারম্যানের অধীনে পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির আর্থিক স্থিতিশীলতা ও সুশাসন আরও জোরদারে পদক্ষেপ নেবে। আর্থিক খাতে অভিজ্ঞতা ও গবেষণায় দীর্ঘদিনের পেশাগত অবদান থাকায় পরিচালনা পর্ষদ মনে করছে, ড. মাহমুদের নেতৃত্বে ইউনিয়ন ক্যাপিটাল নতুন গতি পাবে।

এর আগে, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মুন্সি শফিউল হক। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর পরিচালনা পর্ষদে এই নতুন নেতৃত্বের আগমন ঘটেছে।

২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। বর্তমানে এর শেয়ার ‘জেড ক্যাটাগরি’-তে লেনদেন হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা, যার বিপরীতে মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি।

সর্বশেষ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের কাছে ২৮.৯৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৩৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২.৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

বিশ্লেষকদের মতে, আর্থিক খাতের কঠিন সময় পেরিয়ে নতুন নেতৃত্বে ইউনিয়ন ক্যাপিটালের পুনর্গঠনের সুযোগ তৈরি হয়েছে। নতুন চেয়ারম্যানের অভিজ্ঞতা ও নীতি নির্ধারণে দক্ষতা কোম্পানিটিকে পুনরায় বিনিয়োগকারীদের আস্থায় ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত