ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
গোপন নয়, বৈধ কৌশলে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেক সময় ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়াই নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার প্রয়োজন হতে পারে। যদিও প্রতিটি ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড সুরক্ষিত থাকে, তবে কিছু সহজ উপায়ে পাসওয়ার্ড ছাড়াই রাউটারে লগইন করা সম্ভব। তবে, কোনো ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের আগে অবশ্যই প্রয়োজনীয় অনুমতি নেওয়া উচিত, কারণ অনুমতি ছাড়া ব্যবহার আইনি সমস্যার কারণ হতে পারে।
পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট করার উপায়:
১. ডব্লিউপিএস (WPS) ব্যবহার করে:যদি রাউটারে WPS এনাবল থাকে, তাহলে পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যাবে। এর জন্য স্মার্টফোনের Settings থেকে Wi-Fi সিলেক্ট করে Advanced Settings-এ যান। এরপর Connect by WPS Button সিলেক্ট করে রাউটারের WPS বাটনটি ৩০ সেকেন্ড টিপে ধরে রাখুন। এতে আপনার ফোন ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাবে। পরবর্তীতে ফোনটি স্বয়ংক্রিয়ভাবে এই রাউটারের সঙ্গে কানেক্ট হবে।
২. রাউটারে পাসওয়ার্ড ছাড়া গেস্ট মোড:কিছু রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা যায়, যা সাময়িকভাবে সক্রিয় করে অতিথিকে ওয়াইফাই অ্যাক্সেস দেওয়া সম্ভব। এর জন্য কম্পিউটার ব্রাউজারের অ্যাড্রেস বারে ১৯২.১৬৮.০.১ বা ১৯২.১৬৮.১.১ টাইপ করে এন্টার করুন। ইউজারনেম ও পাসওয়ার্ড (সাধারণত ‘admin’) দিয়ে লগইন করার পর ওয়াইফাই সেটিংস থেকে 'Guest Network' অপশনটি এনাবল করে দিন। গেস্ট নেটওয়ার্কের জন্য একটি নাম দিয়ে সিকিউরিটি ফাঁকা রাখলে অতিথিরা পাসওয়ার্ড ছাড়াই সংযোগ করতে পারবেন।
৩. কিউআর (QR) কোডের মাধ্যমে ওয়াইফাই লগইন:কিউআর কোড স্ক্যান করে ওয়াইফাই লগইন করাও সম্ভব, যদিও এটি পাসওয়ার্ড টাইপ করার চেয়ে কিছুটা জটিল। ল্যাপটপ থেকে qrstuff.com ওয়েবসাইটে গিয়ে 'Wifi Login' অপশন সিলেক্ট করে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিন। এরপর ডিসপ্লেতে ভেসে ওঠা QR কোড স্মার্টফোন থেকে স্ক্যান করে 'Connect to this network' সিলেক্ট করে লগইন করুন। স্মার্টফোন থেকে এই কাজ করতে চাইলে Play Store থেকে 'WiFiKeyShare' অ্যাপ ইনস্টল করে বন্ধুর ফোনেও একই অ্যাপ ইনস্টল করতে হবে। বন্ধুকে নেটওয়ার্কের SSID ও পাসওয়ার্ড দিতে বললে তার ফোনের ডিসপ্লেতে QR কোড ভেসে উঠবে, যা স্ক্যান করে লগইন করা যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা