ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম প্রকাশের দাবি রাশেদ খানের

২০২৫ অক্টোবর ০৬ ১৬:৪৯:৪৪

ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম প্রকাশের দাবি রাশেদ খানের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একাংশ রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত এমন অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। তিনি দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে এসব ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান অভিযোগ করেন, “যেদিন এনজিও ঘরানার উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেদিন থেকেই গণঅভ্যুত্থান ব্যর্থতার দিকে গেছে। কিন্তু আমরা চাই না সেই আন্দোলন ব্যর্থ হোক।” তিনি সতর্ক করে বলেন, “নির্বাচন বানচালের মাধ্যমে যদি অভ্যুত্থান ভেস্তে যায়, তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে।”

নির্বাচন ব্যবস্থার প্রসঙ্গে তিনি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে বলেন, “বাংলাদেশের বাস্তবতায় এটি কার্যকর নয়। এই পদ্ধতি চালু হলে সংসদ সদস্য কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে।”

এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং নিজেদের ‘নিরাপদ প্রস্থানের’ পথ খুঁজছেন। তিনি বলেন, “আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর ভরসা করেছিলাম, কিন্তু সেখানে প্রতারণার শিকার হয়েছি। অনেকে গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”

নাহিদের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ফেসবুকজুড়ে ছড়িয়ে পড়েছে তার বক্তব্যের ভিডিও ও পোস্ট, যেখানে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত