ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

বহুল আলোচিত বিসিবি নির্বাচন আজ

২০২৫ অক্টোবর ০৬ ০০:৩০:১৭

বহুল আলোচিত বিসিবি নির্বাচন আজ

স্পোর্টস ডেস্ক: সকল জল্পনা-কল্পনা, গুঞ্জন এবং হেভিওয়েট প্রার্থীদের নির্বাচন বয়কটের পরও অবশেষে আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নির্ধারিত সূচিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন বাতিলের আবেদন ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করা হয়েছিল, এমনকি বিভিন্ন আইনি জটিলতাও ছিল। কিন্তু সেসব পেছনে ফেলে আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে ভোটগ্রহণ চলবে।

প্রথমে আদালতের নির্দেশে ১৫টি ক্লাবের নির্বাচনের ওপর স্থগিতাদেশ আসায় ৭১টি ক্লাবের কাউন্সিলরদের ভোট দেওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করায় ৭৬টি ক্লাবের কাউন্সিলররাই ভোট দিতে পারবেন। তবে যারা এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, যদিও তারা ভোট প্রয়োগ করতে পারবেন।

তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ঢাকার ক্লাব কোটা (ক্যাটাগরি-২) এর নির্বাচনের আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই কমে গেছে। এই ক্যাটাগরি থেকে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১২ জন নির্বাচিত হবেন।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগের ক্ষেত্রে নির্বাচনের আকর্ষণ আরও কম। এই ক্যাটাগরিতে ৭২টি ভোটের মাধ্যমে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন। এরই মধ্যে নির্বাচন ছাড়াই ৯ জন পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। সোমবারের নির্বাচনে ক্যাটাগরি-১ এ শুধু রংপুর বিভাগে নির্বাচন হবে। সেখানে মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপনের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে আর কোনো নির্বাচন হবে না।

ঢাকা ও রাজশাহী বিভাগেও নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যথাক্রমে রেদুয়ান ফুয়াদ ও হাসিবুল আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই দুই বিভাগেও নির্বাচন হচ্ছে না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া পরিচালকরা হলেন:

ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম।চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর।খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।সিলেট বিভাগ: রাহাত শামস।বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত