ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

৫ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি

২০২৫ অক্টোবর ০৫ ১৪:১৬:৩৯

৫ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলার বাস মালিক সমিতির ৯টি সংগঠন। ধর্মঘটের ডাক দেওয়ার মূল কারণ মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করা, সরকার প্রদত্ত বিশেষ সুবিধার যথাযথ বাস্তবায়ন এবং দূরপাল্লা পরিবহন ব্যবস্থার অপসারণ সম্পর্কিত দাবি।

রবিবার (৫ অক্টোবর) সংগঠনগুলোকে তাদের দাবিসমূহ মানার জন্য শেষবারের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। বিভিন্ন সময় তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মাধ্যমে সরকারের কাছে দাবিগুলো জানিয়েছে।

ধর্মঘটের আওতাভুক্ত রুটের মধ্যে উল্লেখযোগ্য হলো খুলনা-বাগেরহাট, খুলনা-মোংলা, খুলনা-গোপালগঞ্জ, খুলনা-বরিশাল, খুলনা-পিরোজপুর, বাগেরহাট-সর্বশেষ জেলা রুট। বাস মালিক সূত্রে জানা গেছে, অবৈধ অনুমোদনহীন বিআরটিসি গাড়ি চলাচল, ইজিবাইক, মাহিন্দ্র, নছিমন ও করিমন বন্ধসহ কিছু দূরপাল্লা কাউন্টার অপসারণের দাবিই মূল।

খুলনা মোটর বাস মালিক সমিতি সমর্থন জানিয়ে রবিবার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ৫ জেলার বাস মালিকরা একজোট হয়ে ধর্মঘটে অংশ নেবেন। রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, “অবৈধ যান চলাচল ও কাউন্টার ব্যবসার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। দীর্ঘদিন ধরে আমাদের দাবিগুলো নিয়ে আমরা সরকারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন ফল পাচ্ছি না।”

সংগঠনগুলো সতর্ক করেছেন, দাবি মানা না হলে সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে, যা খুলনা ও বরিশাল বিভাগের রুটে সরাসরি পরিবহন কার্যক্রমে প্রভাব ফেলবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত