ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশে ৭ অক্টোবর প্রথম সুপারমুন দেখা যাবে

২০২৫ অক্টোবর ০৪ ১৫:৪১:৩৭

বাংলাদেশে ৭ অক্টোবর প্রথম সুপারমুন দেখা যাবে

নিজস্ব প্রতিবেদক :চাঁদপ্রেমীদের জন্য আনন্দের সংবাদ—২০২৫ সালের প্রথম সুপারমুন দেখা যাবে আগামী ৭ অক্টোবর। এই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে, ফলে এটি স্বাভাবিকের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখাবে। জ্যোতির্বিদরা এটিকে ‘হার্ভেস্ট মুন’ হিসেবে আখ্যায়িত করেছেন, যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দৃশ্যমান হয়। হার্ভেস্ট মুন সাধারণ পূর্ণিমার চেয়ে দ্রুত উদিত হয় এবং একাধিক রাত ধরে আকাশে বড় আকৃতিতে দেখা যায়। দিগন্তরেখার কাছে অবস্থান করলে চাঁদটি আরও গাঢ় সোনালি-কমলা রঙের এবং উজ্জ্বল প্রদর্শন করে, যা প্রাচীনকালে কৃষকদের সন্ধ্যার পর ফসল কাটার কাজে সহায়তা করত।

পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, ৭ অক্টোবরের সুপারমুন গড় পূর্ণিমার চাঁদের চেয়ে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ উজ্জ্বল দেখাবে। চাঁদ তখন পৃথিবী থেকে প্রায় ৩৬১,৪০০ কিলোমিটার দূরে অবস্থান করবে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার আকাশে ৬ ও ৭ অক্টোবর দুই রাতেই সুপারমুন দর্শনীয় হবে।

বিশেষভাবে আলোদূষণবিহীন খোলা আকাশে চাঁদটির মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে। চলতি বছর আরও দুটি সুপারমুন দেখা যাবে—৫ নভেম্বর এবং ৫ ডিসেম্বর। এই দৃশ্য জ্যোতির্বিদ্যা প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার সুযোগ সৃষ্টি করবে, যা পৃথিবী ও চাঁদের সৌন্দর্য একত্রে উপভোগ করার সোনালি মুহূর্ত উপহার দেবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত