ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

যুক্তরাজ্যে পরিবার পুনর্মিলনের ভিসায় বড় পরিবর্তন

২০২৫ অক্টোবর ০৪ ০৯:৫৯:৪৫

যুক্তরাজ্যে পরিবার পুনর্মিলনের ভিসায় বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে শরণার্থীদের জন্য পরিবার পুনর্মিলনের নিয়ম কঠোর করে দেওয়া হয়েছে। আগের মতো স্বয়ংক্রিয়ভাবে পরিবারের সদস্যদের সঙ্গে এক হওয়ার সুযোগ আর নেই। এখন যারা আশ্রয় পাবেন, তাদের প্রমাণ দেখাতে হবে যে তারা সমাজে ইতিবাচক অবদান রেখেছেন। শুধুমাত্র তা নিশ্চিত হলে পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে আনা যাবে।

লেবার পার্টির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “এখন থেকে স্থায়ী বসবাস এবং পরিবারকে সঙ্গে আনার অধিকার কেবল তাদের জন্য যারা সমাজে অবদান রাখে।” বৃহস্পতিবার সরকার নতুন নিয়ম ঘোষণা করেছে।

আগে পাঁচ বছর যুক্তরাজ্যে থাকার বা পরিবারের উপস্থিতি থাকলেই স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হতো। নতুন নিয়মে অন্তত ১০ বছর বসবাসের প্রমাণ, সামাজিক কাজে অংশগ্রহণ, ইংরেজি জানার যোগ্যতা, সরকারি ভাতা না নেওয়া এবং অন্যান্য কিছু শর্ত পূরণ করতে হবে। তাই একবার আশ্রয় মিললেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাস বা পরিবার আনার অধিকার মিলবে না।

সরকার আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী শরণার্থী ও শিশু অধিকার রক্ষা করবে, তবে ব্যাখ্যায় পরিবর্তন আনছে। সরকারের লক্ষ্য হলো নতুন আশ্রয়প্রার্থীর সংখ্যা কমানো এবং অভিবাসন নিয়ে বিতর্ক নিয়ন্ত্রণ করা।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ২১ হাজার পরিবার পুনর্মিলনের ভিসা পেয়েছে। একই সময়ে নতুন আশ্রয়ের জন্য ১ লাখ ১১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এছাড়া ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকেছেন আরও ৩৩ হাজার মানুষ, যা নতুন রেকর্ড।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত