ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আ'হত ১৫

২০২৫ অক্টোবর ০৩ ২০:১৯:৪৯

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আ'হত ১৫

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিএনপি নেতাদের ‘বিকৃত ছবি’ শেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার পালিশারা গ্রামে এই সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের জামায়াত নেতা ও পালিশারা শাহমিরান মিরা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটির সদস্য রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করেন।

তিনি দাবি করেন, এ নিয়ে শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদ করতে গেলে জামায়াতের কর্মীরা অতর্কিত হামলা চালায় বিএনপিপন্থিদের ওপর। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

তবে উপজেলা জামায়াত নেতা মাওলানা মোজাম্মেল হোসেন পরাণ বলেন, বৃহস্পতিবার রাতেই ইলিয়াস হোসেন পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্ট দেন। এমনকি সকালে এ নিয়ে মসজিদ কমিটির বৈঠকের প্রস্তুতিও চলছিল। কিন্তু এ সময় বিএনপি নেতা নেছার আহম্মেদের নেতৃত্বে ইলিয়াসের ওপর হামলা হয়। পরে প্রতিরোধে এগিয়ে গেলে জামায়াতপন্থিদের ১০-১২ জন আহত হন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত