ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

মসজিদে প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত

২০২৫ অক্টোবর ০৩ ০৯:৪৩:৩৬

মসজিদে প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত

নিজস্ব প্রতিবেদক: ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। কুরআন ও সহিহ হাদিসে নামাজের গুরুত্ব ও ফজিলত বারবার উচ্চারিত হয়েছে। বিশেষ করে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় এবং তার মধ্যেপ্রথম কাতারেদাঁড়ানোর ফজিলত অসীম।

নবী করিম (সা.) সাহাবিদেরকে সবসময় সামনে এগিয়ে এসে নামাজে অংশ নেওয়ার জন্য উৎসাহ দিতেন। একবার তিনি বলেছিলেন,"তোমরাসামনেএসেদাঁড়াওএবংআমাকেঅনুসরণকরো,যাতেতোমাদেরপরবর্তীলোকেরাওতোমাদেরঅনুসরণকরতেপারে।মানুষযদিপিছিয়েথাকে,আল্লাহওতাদেরপিছিয়েদেন।"(সহিহ মুসলিম)

আরেক হাদিসে রাসূল (সা.) বলেন,"মানুষযদিজানতআজানপ্রথমকাতারেরসওয়াবকত,এবংতাপেতেহলেলটারিওকরতেহতোতবেতারালটারিকরত।আরফজরএশারনামাজেরফজিলতযদিতারাজানত,তবেহামাগুড়িদিয়েহলেওমসজিদেআসত।"(সহিহ বুখারি ও সহিহ মুসলিম)

প্রথম কাতার পূরণ করা এবং কাতারে ফাঁকা না রাখা সম্পর্কেও রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। সাহাবি বারা ইবনে আজিব (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন,"আল্লাহতাঁররহমতবর্ষণকরেনএবংফেরেশতাগণদোয়াকরতেথাকেনতাদেরজন্য,যারাপ্রথমকাতারেফাঁকাবিহীনভাবেদাঁড়ায়।"(আবু দাউদ: ৫৪৩)

এক হাদিসে রাসূল (সা.) আরও বলেন,"তোমরাকিসেইভাবেকাতারবদ্ধহবেনা,যেভাবেফেরেশতারাতাদেরপ্রভুরসামনেকাতারবদ্ধহয়?"সাহাবিরা জানতে চাইলে তিনি বলেন,"তারাপ্রথমকাতারপূরণকরেএবংঘেঁষেঘেঁষেদাঁড়ায়।"(সহিহ মুসলিম: ৪৩০)

সুতরাং, নামাজে প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত যেমন বেশি, তেমনি এটি আল্লাহর কাছে অধিক প্রিয় কাজগুলোর একটি। মুসল্লিদের উচিত সময়মতো মসজিদে উপস্থিত হয়ে সামনের কাতার পূরণে মনোযোগী হওয়া।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত