ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ভারতের রাজনীতিতে নতুন মোড়: মোদির দুই নতুন মাথাব্যথা

২০২৫ অক্টোবর ০২ ২২:৫২:৫৫

ভারতের রাজনীতিতে নতুন মোড়: মোদির দুই নতুন মাথাব্যথা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কি রাজনৈতিক পরিবর্তনের ঢেউ শুরু হয়েছে? গত কয়েক সপ্তাহে দেশের দুই প্রান্তে দুই নতুন রাজনীতিবিদ আবির্ভূত হয়েছেন, যারা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী ও প্রতিশ্রুতি ভঙ্গকারী আখ্যা দিচ্ছেন। লাখো মানুষ তাদের কথা শুনতে ভিড় করছেন এবং তরুণ প্রজন্ম তাদের ঘিরে নতুন স্বপ্ন বুনছে।

তামিলনাড়ুর সুপারস্টার অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় এবং লাদাখের সুপরিচিত পরিবেশবিদ ও মানবাধিকারকর্মী সোনম ওয়াংচুক, এই দুইজনই এখন ভারতের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নরেন্দ্র মোদি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) কারুর জেলায় থালাপতি বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর গুঞ্জন উঠেছে যে দক্ষিণী সিনেমার এই নায়ককেও যেকোনো সময় আটক করা হতে পারে। ৫১ বছর বয়সী বিজয় গত বছর রাজনীতিতে যোগ দিয়ে 'তামিলাগা ভেট্রি কাজাগাম' (টিভিকে) দল গঠন করেন, যা ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। তিনি তামিলনাড়ুর সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচিতিকে আক্রমণ করলে তার ফল ভালো হবে না বলে মোদিকে হুঁশিয়ারি দিয়েছেন। তামিলনাড়ুতে আগামী বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বিজয়ের দল বিজেপির পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করেছে।

অপরদিকে, 'থ্রি ইডিয়টস' সিনেমার অনুপ্রেরণা সোনম ওয়াংচুক, যিনি লাদাখের জন্য অসাধারণ কাজ করে সারা দেশে পরিচিত। ২০১৯ সালে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তকে প্রথমে সমর্থন করলেও, লাদাখের অধিকার আদায়ের দাবিতে তিনি অনশন আন্দোলনে শামিল হন। সম্প্রতি লাদাখে জেন-জি’র বিক্ষোভ, সহিংসতা ও প্রাণহানির পর তাকে কঠোর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। তবে এই গ্রেফতার তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে '#ইন্ডিয়াস্ট্যান্ডসউইথসোনামওয়াংচুক' হ্যাশট্যাগের মাধ্যমে লাখ লাখ ভারতবাসী তার প্রতি সমর্থন জানাচ্ছেন।

এই দুই নেতার আবির্ভাব ভারতের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে এবং আগামী দিনগুলোতে তাদের ভূমিকা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত