ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

 ইসলামে কোন সহযোগিতা ইবাদত আর কোনটা পাপ?

২০২৫ অক্টোবর ০২ ১৯:১২:১৫

 ইসলামে কোন সহযোগিতা ইবাদত আর কোনটা পাপ?

ডুয়া ডেস্ক :দৈনন্দিন জীবনে পারস্পরিক সহযোগিতা মানুষের সামাজিক ও ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে ইসলামে সব ধরনের সহযোগিতা সমানভাবে সমর্থিত নয়। ইসলাম পারস্পরিক সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে গণ্য করলেও কোরআন ও সুন্নাহ স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে কোন কাজে সহযোগিতা করা যাবে আর কোনটিতে নয়। সুরা মায়েদার ২ নম্বর আয়াতে বলা হয়েছে, “তোমরা সৎকাজ ও তাকওয়াতে একে অপরের সহযোগিতা করো এবং পাপ ও শত্রুতার কাজে সহযোগিতা করো না।” ইসলামি স্কলাররা বলছেন, এই মূলনীতি সামাজিক ও দাম্পত্যসহ জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য।

সহযোগিতা করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনার পরামর্শ দিয়েছেন আলেমরা। এর মধ্যে রয়েছে—কাজটির প্রকৃতি হালাল না হারাম তা যাচাই করা, সহযোগিতার পেছনে নিয়ত শুদ্ধ রাখা এবং কাজটি শরিয়তসম্মত পদ্ধতিতে সম্পন্ন করা। আলেমদের মতে, এই মানদণ্ডগুলো অনুসরণ করলে সহযোগিতা একটি ইবাদতে রূপ নেয়, অন্যথায় তা গুনাহের কারণ হতে পারে।

হাদিসে নেক কাজে সহযোগিতার ফজিলত স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে এসেছে, বিশ্বস্ত মুসলিম খাজাঞ্চি যদি মালিকের আদেশ অনুযায়ী সন্তুষ্ট চিত্তে দায়িত্ব পালন করে, তবে সে সদকাকারীর মর্যাদা পায়। সুনানে তিরমিজিতে বর্ণিত আছে, একটি তীরের মাধ্যমে তিনজনকে জান্নাতে দাখিল করা হবে—তীর প্রস্তুতকারী, তীর নিক্ষেপকারী এবং তীর প্রদানকারীকে। বিপরীতে, গুনাহের কাজে সহযোগিতা করলে তার ভয়াবহ পরিণতি রয়েছে। সুরা মায়েদার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, “মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না।” কোনো গুনাহর কাজে সহযোগিতা করলে সেই গুনাহ প্রচলিত থাকাকালীন সাহায্যকারীও গুনাহের অংশীদার হতে থাকে। রসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে, সে তার অনুসারীদের সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে।

বাস্তব জীবনে এই শিক্ষার প্রয়োগ জরুরি। বিশেষজ্ঞরা বলেন, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সৎকাজে সহযোগিতা করা, ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ, সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত থাকা এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের সহায়তা করা একজন মুসলিমের দায়িত্ব। অপরদিকে, আত্মীয়তা, আঞ্চলিকতা বা ব্যক্তিগত স্বার্থের কারণে গুনাহের কাজে কাউকে সহযোগিতা করা ইসলাম সমর্থন করে না। কোরআন ও হাদিসের এই দিকনির্দেশনা মেনে ন্যায় ও সততার ভিত্তিতে সহযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই মুসলিম সমাজের কর্তব্য।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত