ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

মাদরাসা শিক্ষার ঐতিহ্য সংরক্ষণের আহ্বান ধর্ম উপদেষ্টার

২০২৫ অক্টোবর ০১ ২৩:৩২:৫১

মাদরাসা শিক্ষার ঐতিহ্য সংরক্ষণের আহ্বান ধর্ম উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসায় পড়াশোনাই তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন।

বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. খালিদ হোসেন বলেন, "আমি নিজে মাদরাসার ছাত্র। আমার প্রথম তালিম আলিফ, বা, তা, ছা। আমি পিএইচডি ডিগ্রি পর্যন্ত অর্জন করেছি। মাদরাসাই আমার ভিত্তি। এটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। এরপর আমি যে সাধারণ শিক্ষা অর্জন করেছি সেটা ভিন্নমাত্রা যোগ করেছে।"

তিনি আরও উল্লেখ করেন যে, অতি আধুনিক বিষয়ের ভারে মাদরাসা শিক্ষার ঐতিহ্যবাহী বিষয় যেমন কোরআন, হাদিস, ফিকহ কোণঠাসা হয়ে গেছে। তিনি আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করলেও মাদরাসা শিক্ষাকে বিশেষায়িত শিক্ষা এবং আলেম তৈরির কারখানা হিসেবে তুলে ধরেন।

ধর্ম উপদেষ্টা সরকারি মাদরাসা-ই-আলিয়ার ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করে বলেন, "এটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, উপমহাদেশের মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কার ও জাতীয় জাগরণের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়।" তিনি আরও বলেন, এই মাদরাসা থেকে ডিগ্রি অর্জন করে হাজার হাজার ছাত্র সচিবালয়, সেনাবাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করছেন।

ড. খালিদ হোসেন আশা প্রকাশ করেন যে, ঢাকা আলিয়া আগামীতেও দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি ছোট ছোট মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান এবং মাদরাসা-ই-আলিয়া থেকে ঐক্যের বাতাবরণ ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হকও বক্তব্য দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত