ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

এক বছরে রেল দুর্ঘটনায় ২১ হাজার প্রাণহানি

২০২৫ অক্টোবর ০১ ১৯:০৫:১৪

এক বছরে রেল দুর্ঘটনায় ২১ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ২০২৩ সালে রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২১ হাজার ৮০৩ জন। দেশটির জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, গত বছর মোট ২৪ হাজার ৬৭৮টি রেল দুর্ঘটনা রেকর্ড হয়েছে, যার বড় একটি অংশ ঘটেছে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া বা রেললাইনে থাকা মানুষের সঙ্গে সংঘর্ষের কারণে।

এই ধরনের দুর্ঘটনার সংখ্যা ১৮ হাজার ৪৮০টি, যা মোট দুর্ঘটনার ৭৪.৯ শতাংশ এবং এতে প্রাণ গেছে ১৫ হাজার ৮৭৮ জনের—যা মোট মৃত্যুর ৭২.৮ শতাংশ।

মহারাষ্ট্রে ঘটেছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ৫ হাজার ৫৫৯টি, যা দেশের মোট রেল দুর্ঘটনার ২২.৫ শতাংশ। মৃত্যুর সংখ্যাতেও রাজ্যটি শীর্ষে—মোট প্রাণহানি ৩ হাজার ৪৪৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা উত্তর প্রদেশে ঘটেছে ৩ হাজার ২১২টি দুর্ঘটনা এবং মারা গেছেন ৩ হাজার ১৪৯ জন।

রাত ৬টা থেকে ৯টার মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে—মোট ৩ হাজার ৭৭১টি (১৫.৩ শতাংশ)। সকাল ৯টা থেকে ১২টার মধ্যেও ১৫ শতাংশ দুর্ঘটনা (৩ হাজার ৬৯৩টি) ঘটে।

দুর্ঘটনাগুলোর মধ্যে ৫৬টি ঘটেছে চালকের ভুলে এবং ৪৩টি যান্ত্রিক ত্রুটির কারণে, যেমন—লাইন সমস্যা, খারাপ নকশা, সেতু বা টানেল ধস ইত্যাদি।

লেভেল ক্রসিং দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে উত্তর প্রদেশে—১ হাজার ৭ জন। এরপর রয়েছে পশ্চিমবঙ্গ (৫৮১ জন) ও মধ্যপ্রদেশ (৩৭৫ জন)।

এনসিআরবির প্রতিবেদনে আরও বলা হয়েছে, চালকের ভুল, যান্ত্রিক ত্রুটি, সিগন্যালম্যানের গাফিলতি, নাশকতা ও অবহেলার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত