ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

নেদারল্যান্ডসের ভিসা নিয়ে জরুরি নির্দেশনা

২০২৫ অক্টোবর ০১ ১২:৩৭:৫৬

নেদারল্যান্ডসের ভিসা নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ অক্টোবর থেকে তারা নেদারল্যান্ডসের হয়ে শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়া পরিচালনা করবে না বলে জানিয়েছে ঢাকার সুইডিশ দূতাবাস। অর্থাৎ, এই তারিখের পর নেদারল্যান্ডসের জন্য শেনজেন ভিসার আবেদন গ্রহণ করা বন্ধ হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, আগ্রহীরা ১৫ অক্টোবরের মধ্যে ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। এরপর থেকে যারা নেদারল্যান্ডসে ভ্রমণ করতে চান, তাদের সরাসরি ডাচ কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

সুইডিশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রযোজ্য নিয়ম এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সকল তথ্য ভিএফএস গ্লোবাল বা নেদারল্যান্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত