ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র দ্বায়িত্বে থাকছেনা ইউজিসি ,শঙ্কায় সাত কলেজ

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৯:৪৬:২৮

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র দ্বায়িত্বে থাকছেনা ইউজিসি ,শঙ্কায় সাত কলেজ

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গড়ে তোলার ঘোষণা এসেছে, যা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করছে। তবে সরকারের এ পদক্ষেপকে কেন্দ্র করে নতুন সমস্যা দেখা দিয়েছে—কলেজগুলোর শিক্ষক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আপত্তি জানিয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় রূপরেখা তারা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। ইউজিসির দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান জানান, “আমাদের কাজ ছিল প্রস্তাবনা ও দিকনির্দেশনা তৈরি করা। এটি আমরা সম্পন্ন করেছি। বাস্তবায়নের দায়িত্ব এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।“

গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া প্রকাশ করেছে। খসড়ায় বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সাইন্স গড়ে উঠবে। সরকারি বাঙলা কলেজে হবে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ স্কুল, সরকারি তিতুমীর কলেজে বিজনেস স্টাডিজ স্কুল এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ মিলিয়ে হবে ল অ্যান্ড জাস্টিস স্কুল।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে হাইব্রিড শিক্ষাপদ্ধতি চালু হবে; ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ ক্লাস অফলাইনে অনুষ্ঠিত হবে, তবে সব পরীক্ষা সশরীরে দিতে হবে।

অধ্যাদেশের খসড়া প্রকাশের পর সাত কলেজের শিক্ষকরা একযোগে মানববন্ধন করে তাদের আপত্তি জানিয়েছে। পাশাপাশি, মন্ত্রণালয় খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনদের মতামত আহ্বান করেছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত