ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
শেখ হাসিনার ফোন ডেটা ফাঁস : চাঞ্চল্যকর রহস্য উন্মোচন
নিজস্ব প্রতিবেদক :গত বছরের ৫ আগস্ট, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতের দিল্লিতে অবস্থান করছিলেন, ঠিক সেই সময়ে ঢাকায় তার কলরেকর্ড মুছে ফেলার কাজ চালাচ্ছিলেন টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, সেদিন সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার চারটি ফোন নম্বরের মালিকানার তথ্যসহ অন্তত এক হাজার কলরেকর্ড।
এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা যুগান্তরকে বলেন, “৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে কলরেকর্ড মুছে ফেলার ঘটনা নজিরবিহীন। সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে এনটিএমসির কিছু চুক্তিভিত্তিক কর্মকর্তা ডিজিটাল আলামত মুছে ফেলেন। আমরা এই মুছে ফেলা কলরেকর্ড উদ্ধারের চেষ্টা করছি।”
তিনি আরও জানান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও ওই সময় মুছে ফেলা হয়। এছাড়া, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার কিছু ফোনালাপ উদ্ধার করা হয়, যেখানে মারণাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার নির্দেশসহ বিভিন্ন কার্যক্রমের কথা শোনা যায়।
তানভীর জোহা বলেন, “জুলাই আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে তখনই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো। অনেক সময় বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফোনে কথা বলতে হতো। এই কারণে ইন্টারনেট বন্ধ থাকা মুহূর্তগুলো তার পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন