ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় জাতিসংঘের পূর্ণ সমর্থন
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং রাজনৈতিক সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি দেশের চলমান পরিবর্তন ও সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ওই বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল অংশ নেয়। উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।
বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কের প্রভাব এবং ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একাধিক সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, পরবর্তী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়ায় জাতিসংঘের সহায়তা কামনা করেন তিনি।
অধ্যাপক ইউনূস অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের সহযোগীরা পাচার করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং তারা ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায়। এ প্রচেষ্টায় কিছু আন্তর্জাতিক মহলও সমর্থন দিচ্ছে বলে দাবি করেন তিনি।
জবাবে গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, গত ১৪ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্ব প্রশংসনীয় এবং এই কঠিন সময়ে তার নেতৃত্বকে তিনি শ্রদ্ধা করেন।
এ সময় আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলন বিশ্ব সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা সংকটকে অগ্রাধিকার তালিকায় রাখতে সহায়তা করবে এবং শরণার্থী শিবিরে মানবিক সহায়তার জন্য নতুন তহবিল সংগ্রহে ভূমিকা রাখবে।
গুতেরেসও পুনর্ব্যক্ত করেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে বাংলাদেশকে জাতিসংঘ সর্বদা সহযোগিতা করে যাবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর