ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

বাংলাদেশে বিনিয়োগে প্রধান ৫ বাধা চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৪:২৫:৩৫

বাংলাদেশে বিনিয়োগে প্রধান ৫ বাধা চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশে অগ্রগতি হলেও এখনও বেশ কিছু বাধা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের বৈশ্বিক বিনিয়োগ পরিবেশ প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগের সীমাবদ্ধতার পেছনের কারণগুলো চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদ্যুৎ, যোগাযোগ ও অন্যান্য অবকাঠামোর মান উন্নয়নের চেষ্টা করা হয়েছে। তবুও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কয়েকটি মূল বাধা এখনও বিদ্যমান। এসবের মধ্যে রয়েছে অপর্যাপ্ত অবকাঠামো, সীমিত অর্থায়ন, আমলাতান্ত্রিক বিলম্ব, বিদেশি সংস্থার জন্য অন্যায্য কর বোঝা এবং দুর্নীতি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘকালীন আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে প্রশাসনের সংস্কার শুরু করেন। তবুও দৈনন্দিন নিয়ন্ত্রক কার্যক্রমের বেশিরভাগ অংশ অপরিবর্তিত রয়ে গেছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত