ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

মানব সৃষ্টির ধাপ নিয়ে হাদিসে বিস্ময়কর বর্ণনা

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:২৬:৪৮

মানব সৃষ্টির ধাপ নিয়ে হাদিসে বিস্ময়কর বর্ণনা

ডুয়া ডেস্ক: মানব সৃষ্টির ধাপ নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণিত হাদিসে গর্ভধারণের পর ভ্রূণের বিকাশ এবং ভাগ্য নির্ধারণের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, গর্ভাশয়ে বীর্য নির্দিষ্ট সময় ধরে অবস্থান করে ধীরে ধীরে রক্ত ও মাংসপিণ্ডে পরিণত হয়। এরপর আল্লাহ তায়ালা এক ফেরেশতাকে প্রেরণ করেন, যিনি তাতে রূহ ফুঁকে দেন এবং জীবনের গুরুত্বপূর্ণ চারটি বিষয় লিখে দেন।

বুখারি (হাদিস : ২৯৬৯) ও মুসলিমে (হাদিস : ২৬৪৩) বর্ণিত এই হাদিসে উল্লেখ করা হয়েছে, প্রথমে বীর্য চল্লিশ দিন পর্যন্ত গর্ভে সঞ্চিত থাকে। পরবর্তী চল্লিশ দিনে তা জমাট রক্তে এবং আরও চল্লিশ দিন পর মাংসপিণ্ডে পরিণত হয়। এই পর্যায়ে এসে ফেরেশতা এসে তার বয়স, রিজিক, আমল এবং চূড়ান্ত পরিণতি (সৌভাগ্যবান না হতভাগা) লিখে রাখে।

অন্য এক বর্ণনায় হজরত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রা.) বলেন, যখন বীর্য মাংসপিণ্ডে রূপান্তরিত হয়, তখন ফেরেশতা আল্লাহ তায়ালাকে প্রশ্ন করেন—এই মাংসপিণ্ড দ্বারা মানুষ সৃষ্টি হবে কি না। যদি আল্লাহ বলেন ‘না’, তাহলে সেটি নিঃশেষ হয়ে যায়। আর যদি বলেন ‘হ্যাঁ’, তখন ফেরেশতা জিজ্ঞেস করে—সে পুরুষ না নারী, সৌভাগ্যবান না হতভাগা, তার আয়ু কত, কী কাজ করবে ও কোথায় মৃত্যু হবে। তখনই এসব তথ্য ফেরেশতাকে জানিয়ে দেওয়া হয়। (ইবনে জরীর, ইবনে আবী হাতিম)

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত