ঢাকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বিসিবি নির্বাচনে ঢাকার ক্লাব কোটায় কত মনোনয়ন জমা পড়লো?

২০২৫ সেপ্টেম্বর ২৯ ০০:৪২:১০

বিসিবি নির্বাচনে ঢাকার ক্লাব কোটায় কত মনোনয়ন জমা পড়লো?

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ঢাকার ক্লাব কোটায় ৭৬ জন ভোটারের বিপরীতে মোট ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র কেনার সংখ্যা ছিল ৩২টি। এখন প্রশ্ন উঠেছে, শেষ পর্যন্ত এই ৩০ জনই কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, নাকি সমঝোতা বা স্বতন্ত্র প্রার্থিতার কারণে সংখ্যা কমবে?

এই প্রশ্নের উত্তর আগামী ৭২ ঘণ্টার মধ্যেই স্পষ্ট হবে, যখন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবে। এর মধ্যে সমঝোতার খবরও আলোচনায় রয়েছে, যদিও তামিমপন্থী বিএনপি সমর্থিত প্যানেলের অন্যতম শীর্ষ কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু আনুষ্ঠানিকভাবে সমঝোতার কথা মানতে চাননি। তবে ভেতরের খবর অনুযায়ী, সমঝোতার প্রক্রিয়া এখনও চলমান।

জানা গেছে, তামিম ইকবালের নেতৃত্বাধীন প্যানেল থেকে ৯ জন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থনপুষ্টদের মধ্য থেকে তিনজন পরিচালক ভাগাভাগির প্রক্রিয়া নিয়ে দেনদরবার চলছে। তামিমের প্যানেলে তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইশরাক হোসেন, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, ইশতিয়াক সাদেক, মাসুদুজ্জামানের থাকা নিশ্চিত বলে এতদিন জানা গেলেও, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে, ইশরাকের সরে যাওয়ার পরও বিএনপিপন্থী প্যানেলে দলটির চার শীর্ষ নেতা সালাউদ্দীন আহমেদের ছেলে সাইদ ইব্রাহীম আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, মীর্জা আব্বাসের ছেলে ইয়াসির আব্বাস এবং বরকতউল্লাহ ভুলুর ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরানের নাম শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মনোনয়নপত্র বৈধ হলে তারা সবাই তামিমের সাথে এক প্যানেলেই নির্বাচন করবেন।

অন্যদিকে, অন্য প্যানেল (আমিনুল ইসলাম বুলবুল) তথা ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদপুষ্ট তিনজন হলেন ফারুক আহমেদ, মেজর (অবঃ) ইমরোজ এবং আমজাদ হোসেন (প্রথম বিভাগের দল ঢাকা স্পার্টান্স ক্লাবের কাউন্সিলর)।

তবে ভেতরের খবর অনুযায়ী, ১২টি পরিচালক পদে ভাগাভাগির প্রস্তাব যত আসুক না কেন, তামিমের নেতৃত্বে গঠিত বিএনপিপন্থী প্যানেলে জায়গা না পাওয়া একাধিক প্রার্থী ব্যক্তিগতভাবে নির্বাচন করতে যাচ্ছেন। এই তালিকায় সবার আগে রয়েছেন বিসিবির সর্বশেষ কমিটির পরিচালক, মিডিয়া ও আম্পায়ার্স কমিটি চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু এবং মঞ্জুরুল আলম। গতবার মোহামেডানের কাউন্সিলর হয়ে জিতে আসা মঞ্জুরুল আলমকে এবার বিএনপিপন্থী প্যানেলে রাখা হয়নি, তাই তিনিও ব্যক্তিগতভাবে নির্বাচন করবেন বলে জানা গেছে। এছাড়া দেশের ক্রিকেটের পরিচিত মুখ লুৎফর রহমান বাদল, আদনান রহমান দীপন, বোরহান হোসেন পাপ্পু, সিসিডিএমের সাবেক সম্পাদক ফায়জুর রহমান মিতু, নাজমুল, শিপলু এবং সাব্বির রুবেলও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ইফতিখার রহমান মিঠু, মঞ্জুরুল আলম, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান মিতু এবং বোরহান হোসেন পাপ্পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা অনেক বেশি।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের... বিস্তারিত