ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

প্রবাসীদের রেমিট্যান্সই অর্থনীতিকে বাঁচিয়েছে : প্রধান উপদেষ্টা ইউনূস

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৪:০৭:৩০

প্রবাসীদের রেমিট্যান্সই অর্থনীতিকে বাঁচিয়েছে : প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক :প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, “আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। আপনাদের রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিট্যান্সই মূল চালিকা শক্তি।”

শনিবার ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইসে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

প্রধান উপদেষ্টা জানান, তিনি বাংলাদেশকে নিয়ে অত্যন্ত আশাবাদী। তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জনশক্তি রয়েছে, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা এখন বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ ও ধারণা নিয়ে আসুন।”

তিনি আশ্বাস দেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “নেপাল, ভুটান ও ভারতের সাত রাজ্য স্থলবেষ্টিত। যদি আমরা তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করি, সবাই উপকৃত হবে।”

ইউনূস জানান, কক্সবাজার–মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ব্যবহারের জন্য প্রস্তুত এবং বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ অনুসন্ধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি জানান, গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের অবদানের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মূল্যস্ফীতি স্থিতিশীল হয়েছে এবং গত এক বছরে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হয়েছে।

‘হারনেসিং ডায়াসপোরা অ্যাজ আ ন্যাশনাল অ্যাসেট’ শীর্ষক প্যানেল আলোচনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীরা দেশের সম্পদ এবং জুলাই-আগস্ট আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন। অন্য একটি প্যানেল সেশনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা বক্তব্য দেন। এনসিপির ড. তাসনিম জারা নারী ও তরুণদের সম্পৃক্ত করে অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেনও বক্তব্য রাখেন। পুরো আয়োজন ছিল প্রাণবন্ত, যেখানে ছিল প্লেনারি সেশন, নতুন ডিজিটাল অ্যাপ উদ্বোধন এবং প্রবাসীদের সরাসরি মতামত জানানোর সুযোগ। অনুষ্ঠানে ‘শুভেচ্ছা অ্যাপ’ উদ্বোধন করা হয়।

ডুয়া/নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন,... বিস্তারিত