ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে ড. ইউনূস ও মেয়ে দীনা

২০২৫ সেপ্টেম্বর ২৭ ২৩:২২:৪৯

ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে ড. ইউনূস ও মেয়ে দীনা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আতিথেয়তায় আয়োজিত এক হাই-প্রোফাইল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে দীনা ইউনূস।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে প্রকাশিত ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাঁ পাশে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ডান পাশে ড. মুহাম্মদ ইউনূস দাঁড়িয়ে আছেন। প্রধান উপদেষ্টার পাশেই শাড়ি পরিহিত হাস্যোজ্জ্বল মুখে তার কন্যা দীনা ইউনূসকে দেখা যাচ্ছে। ট্রাম্প দম্পতি অধ্যাপক ইউনূস ও তার মেয়ে দীনা ইউনূসের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন।

জানা গেছে, এই অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।

এছাড়াও, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত