ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ভূমিকম্পে কাঁপল যশোর

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:৫৬:১৯

ভূমিকম্পে কাঁপল যশোর

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুর উপজেলায় নতুন করে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুর ২টা ২৭ মিনিটে এই কম্পন ধরা পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি নিম্নমাত্রার ভূমিকম্প এবং উৎপত্তিস্থল মনিরামপুরেই।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর সিলেটের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্পের কম্পন ধরা পড়ে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে রয়েছে। প্রতিবছর দেশে এবং পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক ভূমিকম্প ঘটে, যেগুলোর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে সম্প্রতি দেশের ভেতরে উৎপত্তি হওয়া ভূমিকম্পের সংখ্যাও বৃদ্ধি পেতে দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ১৮টি ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরে। ২০২৪ সালে মোট ১২টি ভূমিকম্প ঘটেছিল।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত