ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: ইউটিএল

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৬:২৮:৩১

সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে ডাকসুকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে: ইউটিএল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ও পরবর্তী বিষয়াদি নিয়ে কথা বলা কালে এ কথা বলেন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর সদস্যরা।

যেখানে ডাকসুর সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি দাবি/ প্রস্তাবনায় বলা হয়, "ঢাবি সাদা দলের শিক্ষকদের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। এই ধরনের বিবৃতি প্রত্যাহার করার আহ্বান জানাই।"

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন সংগঠনটির আহবায়ক।

সংগঠনটির আহবায়ক অধ্যাপক মো: আতাউর রহমান বিশ্বাস লিখিত বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, "আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার দুই সপ্তাহ পর কিছু ছাত্র সংগঠন ও শিক্ষকগণের ফোরাম/সংগঠন নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা শুরু করেছেন। কিছু বক্তব্য ও বিবৃতি ইউটিএলের দৃষ্টিগোচর হয়েছে; আমরা মনে করি, এটি ঢাবির ৪০ হাজার শিক্ষার্থীর স্বাধীন রায়কে অসম্মান এবং গণতান্ত্রিক অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি সুপরিকল্পিত প্রয়াস ব্যতীত আর কিছুই নয়।"

ডাকসু নির্বাচন নিয়ে ইউটিএলের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, "ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষামূলক উন্নয়ন, সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছেন। এমতবস্থায় দুই সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর কিছু সংগঠনের উত্থাপিত বায়বীয় অভিযোগমালা শিক্ষার্থীদের স্বাধীন রায়কে অস্বীকার করার নামান্তর। এটি শিক্ষার্থীদের মুক্তচিন্তা, স্বতন্ত্র নেতৃত্ব এবং গণতান্ত্রিক অর্জনের প্রতি এক স্পষ্ট আঘাত।"

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়া রিটার্নিং অফিসার, পোলিং অফিসারদের অধিকাংশই সাদা দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। আমরা প্রশ্ন রাখতে চাই, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্ব যখন সাদা দলের শিক্ষকদের হাতে ছিলো; তখন নিজেদের বিবৃতিতে দাবী করা নির্বাচনে 'জালিয়াতি ও অনিয়ম' প্রসঙ্গ এটি দ্বিচারিতা ও দ্বিমুখী আচরণের পর্যায়ে পড়েছে। এতে করে বিবৃতি দানকারী শিক্ষকগণের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে।

উল্লেখ্য ইউটিএলের পক্ষ থেকে আমরা পর্যবেক্ষণ করেছি যে, নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুষ্ঠুভাবে সবার উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। "অথচ, সাদা দল অনিয়মের অভিযোগের বিষয়ে বিবৃতি দিয়েছে। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সারা দেশবাসীকে মর্মাহত করেছে।"

এসময় সামগ্রিক বিষয়ে তিনটি দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলো হলো:

১. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ের উত্থাপিত অযৌক্তিক প্রশ্নের সুরাহা করতে হবে। শিক্ষার্থীদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের পর কোনো ধরণের হ্যারেসমেন্ট কিংবা তাদের ম্যান্ডেট কেড়ে নেয়ার মত কর্মকান্ড বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে।

২. ঢাবি সাদা দলের শিক্ষকগণের প্রত্যক্ষ অংশগ্রহণে পরিচালিত নির্বাচনকে সাদা দলের প্যাডে বিবৃতি দিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। এই ধরণের বিবৃতি প্রত্যাহার করার আহবান জানাই।

৩. ২০২৫ সালের ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ইতোমধ্যে দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এমন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে যেসকল তৎপরতা পরিলক্ষিত হচ্ছে সেগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত