ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
রাজনীতির নতুন খেলায় এনসিপি ও গণঅধিকার: বিপ্লবের প্রস্তুতি
.jpg)
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে নির্বাচন-পূর্ব উত্তেজনা বাড়তে থাকায় তরুণ নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং গণঅধিকার পরিষদ—একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনায় রয়েছে। আদর্শিক মিল ও কর্মসূচির ঘনিষ্ঠতার কারণে এই দুই দল এক হতে পারে বলে জানা গেছে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, অভ্যুত্থান ও রাজপথ আন্দোলনে তারা একসঙ্গে কাজ করছে এবং মানুষের চাহিদার প্রেক্ষিতে আলোচনা শুরু হয়েছে। তবে নেতৃত্বের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব থাকায় একীভূত হওয়ার প্রক্রিয়া এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিকল্প উপায়ে একসঙ্গে পথ চলার বিষয়েও আলোচনা চলছে।
গত এক মাসে দুই দলের মধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি এবং একত্র না হলেও জোটবদ্ধ আন্দোলন বা ইস্যুভিত্তিক কর্মসূচিতে একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, দলের প্রধান উপদেষ্টা ও সভাপতি বিদেশে থাকায় তারা দেশে ফিরে এক বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
যদি একীভূত হয়, দলটির নাম কী হবে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন রয়েছে। দুই দলের নেতারা বলছেন, একীভূত হলে নাম ‘এনসিপি’ রাখা হতে পারে, তবে কাঠামোগত কিছু পরিবর্তন আসবে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, এনসিপির নাম পরিবর্তন হবে না, কিন্তু এক বা একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার জন্য আলোচনা করছে। তরুণদের শক্তি ঐক্যবদ্ধ হলে দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদ দুই দলই কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে গড়ে উঠেছে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে ২০২১ সালে গণঅধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে এক প্যানেলে থাকা এই নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ও একসঙ্গে আন্দোলনে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন শেষে প্রতিষ্ঠিত এনসিপি এবং গণঅধিকার পরিষদের নেতারা নিয়মিত আন্দোলনের মাঠে একসঙ্গে দেখা যায়। এই অভিন্ন প্রেক্ষাপট ও মিলিত লক্ষ্য তাদের একীভূত হওয়ার সম্ভাবনাকে জোরদার করছে।
ডুয়া/ নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার