ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

তারেক রহমানের হাদির কবর জিয়ারতের সময় পরিবর্তন

২০২৫ ডিসেম্বর ২৬ ২২:০৩:৩৮

তারেক রহমানের হাদির কবর জিয়ারতের সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময়সূচি এগিয়ে আনা হয়েছে। আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে শহীদ হাদির কবর জিয়ারত করবেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য, একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি একই দিনে হওয়ায় এবং পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, "পরীক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে কবর জিয়ারতের সূচিটি সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে বেলা ১২টার মধ্যে জিয়ারত কর্মসূচি শেষ করা, যাতে দুপুরের পর ভর্তি পরীক্ষা নিতে কোনো সমস্যা না হয়।"

বিএনপির মিডিয়া সেল আরও জানায়, কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। ঢাবি ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যাবেন। সেখানে তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিবন্ধন সম্পন্ন করবেন। দিনের শেষ কর্মসূচিতে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীর পঙ্গু হাসপাতালে (NITOR) যাবেন।

দীর্ঘ ১৮ বছরের নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। ফেরার পর থেকেই তিনি রাষ্ট্রীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়ার মাজার জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত