ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

১১ কোম্পানির ভয়াবহ ধস, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কান্না

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১২:০২:২৯

১১ কোম্পানির ভয়াবহ ধস, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কান্না

আবু তাহের নয়ন: মাত্র এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির শেয়ারে ভয়াবহ ধস নেমেছে। এতে বিনিয়োগকারীদের মূলধনের প্রায় চার ভাগের এক ভাগ উধাও হয়ে গেছে। অনেকেই সর্বস্ব নিয়ে বিনিয়োগ করেছিলেন, এখন তাদের চোখেমুখে শুধু হতাশা আর দুঃশ্চিন্তা।

ফারইস্ট ফাইন্যান্স, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রিমিয়ার লিজিং, পিপলস লিজিং, এক্সিম ব্যাংক, ফাস ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স—এই কোম্পানিগুলোতে বিনিয়োগ করা মানুষদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শেয়ারের দাম কমেছে ২৫ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত।

বিশেষ করে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর প্রায় অর্ধেকে নেমে এসেছে, এক মাসে কমেছে ৪৭.৮৩ শতাংশ। সোস্যাল ইসলামী ব্যাংকের পতনও কম ভয়াবহ নয়—৩৮ শতাংশের বেশি কমে এখন লেনদেন হচ্ছে মাত্র ৩ টাকা ৪০ পয়সায়। ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক কিংবা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবস্থা একই রকম।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং ও পিপলস লিজিংয়ের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারদর কমেছে ৩১ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত। প্রাইম ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্সের বিনিয়োগকারীরাও রক্ষা পাননি, এক মাসেই মূলধনের প্রায় চতুর্থাংশ হারিয়েছেন তারা।

এই তালিকার মধ্যে রয়েছে মার্জারের প্রক্রিয়াধীন ৫ ব্যাংক এবং অবসায়নমুখী ৬ আর্থিক প্রতিষ্ঠান। ফলে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা আরও বেড়ে গেছে। অনেকের মনে প্রশ্ন জাগছে—তারা কি আদৌ তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাবেন, নাকি এই ক্ষতি মেনে নিয়ে তাদের জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে? শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির পক্ষ থেকে স্পষ্ট কোন বার্তা এখনো পাওয়া যায়নি।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেকে দীর্ঘদিন ধরে সঞ্চয় তুলে শেয়ারবাজারে বিনিয়োগ করেছিলেন। তারা ভেবেছিলেন, সামান্য হলেও এর মাধ্যমে ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি হবে। কিন্তু এক মাসের এই ধস তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এ অবস্থায় নীতিনির্ধারক সংস্থাগুলোর কাছ থেকে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করছেন তারা। কারণ, বিনিয়োগকারীদের পুঁজি টিকিয়ে রাখা শুধু তাদেরই নয়, পুরো শেয়ারবাজারের স্থিতিশীলতার জন্যও অপরিহার্য।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত