ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১১:৫১:৪২

আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দিতে যাচ্ছেন। নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে।

তার ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে নেওয়া সংস্কার উদ্যোগ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রগতির চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপও ভাষণের মূল অংশ হবে। প্রেসসচিবের ভাষায়— ‘মূল বার্তা হবে, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

একে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত