ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ঢাবিতে অনুষ্ঠিত হলো 'জুলাই স্মৃতি কুইজ' প্রতিযোগিতা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ০০:২৮:৩২

ঢাবিতে অনুষ্ঠিত হলো 'জুলাই স্মৃতি কুইজ' প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব 'হাউজ অব কুইজার্স'-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) 'জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। উক্ত হলের অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদেক কায়েম। মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি রাশেদ মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ অব কুইজার্স-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির সভাপতি সাদমান মুজতবা রাফিদ, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিক তাজওয়ার মাহির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিনটি ভিন্ন সেগমেন্ট ছিল – আন্তঃহল সেগমেন্ট, জুলাই স্মৃতি কুইজ এবং একক কুইজ। প্রধান অতিথি সাদেক কায়েম তার বক্তব্যে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং অংশগ্রহণকারী ও অতিথিদের ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে রাশেদ মুহাম্মদ মুসা গত এক বছরে ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন। অন্যান্য অতিথিরাও প্রতিযোগিতার তাৎপর্য এবং শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এ ধরনের আয়োজনের গুরুত্ব নিয়ে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত