ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার? 

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১০:৩৩:৩৩

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার? 

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের কিছু কর্মকাণ্ড এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ খবর জানিয়েছে ইউএনবি।

অধ্যাপক ইউনূস বলেন, “ভারতীয়রা শিক্ষার্থীদের কিছু কার্যকলাপ ভালোভাবে নেয়নি। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। তার ওপর ভারত থেকে অনেক ভুয়া খবর ছড়ানো হচ্ছে, যা সম্পর্কের জন্য ক্ষতিকর।”

ভারতের গণমাধ্যমে ইসলামি আন্দোলন ও তালেবান সংশ্লিষ্ট ভুয়া প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি রসিকতার ছলে বলেন, “তারা এমনকি আমাকেও তালেবান বলেছে। দাড়ি না থাকার কারণ হিসেবে বলেছি— আমি দাড়ি বাড়িতে রেখে এসেছি।”

আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা প্রসঙ্গে ইউনূস বলেন, “এ ধরনের সহযোগিতায় সবারই উপকার হয়। তাই আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবতে হবে। সার্কসহ বিভিন্ন আঞ্চলিক সংস্থার প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে পারস্পরিক বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও ভ্রমণের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।”

তিনি আরও উল্লেখ করেন, আসিয়ানের অনানুষ্ঠানিক সদস্য হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে, যা আঞ্চলিক সমন্বয় জোরদার করতে সহায়ক হতে পারে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত