ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
১১ রানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: অনায়াস জয়ের সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে পড়লো বাংলাদেশ। পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে, ফলে পাকিস্তান ১১ রানে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো এবং সেখানে ভারতের মুখোমুখি হবে। ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা এবং মাঠে সুযোগ হাতছাড়াই বাংলাদেশের এই পরাজয়ের মূল কারণ।
দুবাইয়ের উইকেটে ১৩৫ রান খুব বড় লক্ষ্য ছিল না, যা সহজেই তাড়া করা যেত বলে মনে করছিলেন অনেকে। তবে বড় ম্যাচের চাপ সামলাতে না পারা এবং অভিজ্ঞ ব্যাটারের অভাব বাংলাদেশের ব্যাটিংয়ে স্পষ্ট হয়ে ওঠে। যে সাইফ হাসান ভারতের বিপক্ষে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, তিনি গুরুত্বপূর্ণ এই ম্যাচে ১৫ বলে মাত্র ১৮ রান করে হতাশ করেন।
দুর্দশার শুরুটা হয় পারভেজ হোসেন ইমনের হাত ধরে। ১৩৬ রানের লক্ষ্যে প্রথম ওভারেই অযাচিতভাবে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এশিয়া কাপের আগে পাওয়ার হিটিংয়ের জন্য নেওয়া অনুশীলনের কোনো প্রতিফলন চলমান টুর্নামেন্টে দেখা যায়নি। এরপর তাওহিদ হৃদয় বরাবরের মতোই হতাশ করে ১০ বলে ৫ রান করে আউট হন। পুরো এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি ইনিংস ছাড়া তিনি ব্যর্থ। শেখ মেহেদীকে চারে নামিয়েও লাভ হয়নি, তিনি ১০ বলে ১১ রান করেন।
নুরুল হাসান সোহান ২১ বলে মাত্র ১৬ রান করে আউট হন, যা দলের প্রয়োজন মেটাতে যথেষ্ট ছিল না। তিনি ছক্কা মারতে গিয়ে এমন শটে আউট হন যে বল বাউন্ডারি পার হবে কিনা, তা নিয়ে নিজেই সন্দিহান ছিলেন। শামীম পাটোয়ারী দলের সর্বোচ্চ ৩০ রান করলেও, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে শাহিন শাহ আফ্রিদির বলে আউট হয়ে যান। তানজিম সাকিব করেন ১১ বলে ১০ রান।
শেষ মুহূর্তে রিশাদ হোসেন (১৬ রান) ২টি বাউন্ডারি ও ১টি ছক্কা এবং মোস্তাফিজুর রহমান (৬ রান) ১টি বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।
পাকিস্তানের বোলিংয়ে শাহিন শাহ আফ্রিদি ৩ উইকেট নেন ১৭ রান দিয়ে এবং হারিস রউফ ৩ উইকেট নেন ৩৩ রানে। এর আগে পাকিস্তান প্রথমে ব্যাট করে মোহাম্মদ হারিসের ৩১ ও মোহাম্মদ নওয়াজের ২৫ রানের সুবাদে ১৩৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি এবং রিশাদ হোসেন ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান: ১৩৫/৮, ২০ ওভার (মোহাম্মদ হারিস ৩১, মোহাম্মদ নওয়াজ ২৫; তাসকিন ৩/২৮, রিশাদ ২/১৮)।বাংলাদেশ: ১২৪/৯, ২০ ওভার (শামীম পাটোয়ারী ৩০, সাইফ ১৮, রিশাদ ১৬; শাহিন আফ্রিদি ৩/১৭, হারিস ৩/৩৩)।ফল: পাকিস্তান ১১ রানে জয়ী। ম্যাচ সেরা: শাহিন আফ্রিদি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার