ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
নতুন নামে শুরু হচ্ছে 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ'

স্পোর্টস ডেস্ক: দেশের শীর্ষ স্তরের পেশাদার ফুটবল লিগ নতুন নামে 'বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)' হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। এটি পেশাদার লিগের সতেরতম আসর হলেও, পৃষ্ঠপোষকহীনতার কারণে অনেকটাই নীরবে মাঠে গড়াচ্ছে। ২০০৭ সালে 'বি' লিগ নামে শুরু হয়ে, পরবর্তীতে 'বাংলাদেশ লিগ' এবং 'বাংলাদেশ প্রিমিয়ার লিগ' নামে পরিচিতি পাওয়ার পর, এবার তৃতীয়বারের মতো এই লিগের নামকরণ করা হলো 'বাংলাদেশ ফুটবল লিগ'।
বাফুফের একটি সূত্র জানিয়েছে, এবারের লিগের জন্য নতুন পৃষ্ঠপোষক পাওয়া গেলেও, শুক্রবার খেলা শুরু হওয়ার আগের রাতেও বাফুফে সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি। এমনকি ফেডারেশন কাপের প্রথম দুটি ম্যাচও স্পন্সরের নাম ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। স্পন্সর মানি নিয়ে এখনো টানাপড়েন চলায় লিগের লোগোও সরবরাহ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ লিগ নতুন নাম নিয়ে অনেকটাই নীরবে যাত্রা শুরু করছে।
আগের ১৬ বারের মধ্যে আবাহনী সর্বাধিক ৬ বার, বসুন্ধরা কিংস পাঁচবার, শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিনবার এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৯-২০ মৌসুমটি করোনার কারণে মাঝপথে বাতিল হয়েছিল।
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথম ম্যাচ অ্যাওয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে তারা বাফুফে সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়ে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির পুনর্গঠন দাবি করেছে। শনিবার তারা বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে লিগের প্রথম ম্যাচ খেলবে। রানার্সআপ আবাহনীও তাদের প্রথম ম্যাচ হোমে পায়নি। শুক্রবার মুন্সিগঞ্জে তারা রহমতগঞ্জের বিপক্ষে খেলবে।
শুক্রবার লিগের উদ্বোধনী দিনে নতুন ভেন্যু মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে খেলবে। প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে শনিবার অন্য দুটি ম্যাচে বসুন্ধরা কিংস গাজীপুরে পিডব্লিউডির বিপক্ষে এবং ব্রাদার্স ও পুলিশ মুন্সিগঞ্জে মুখোমুখি হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক