ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

পাকিস্তানের জয়ে নতুন সমীকরণে বাংলাদেশ

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১০:০৯:১০

পাকিস্তানের জয়ে নতুন সমীকরণে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ ও ভারত, যা তাদের ফাইনালের পথে একধাপ এগিয়ে রাখে। অন্যদিকে, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই পর্বে হার দিয়ে শুরু করায় তাদের জন্য সমীকরণটা কঠিন হয়ে পড়ে। কিন্তু মঙ্গলবার (গতকাল) পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা বাংলাদেশের জন্য কিছুটা উদ্বেগের কারণ। সালমান আগার এই জয় সুপার ফোরের সমীকরণ ও পয়েন্ট টেবিলকে নতুন করে সাজিয়ে দিয়েছে।

গতকাল আবুধাবিতে যখন পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়, তখন তাদের সামনে জয় ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিসের লড়াকু ৫০ রানের ইনিংসে ভর করে ১৩৪ রানের সাদামাটা পুঁজি দাঁড় করায়। পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩টি এবং আবরার আহমেদ ও হুসাইন তালাত ২টি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানও চাপে পড়েছিল, কিন্তু মোহাম্মদ নওয়াজ ও তালাতের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটির কল্যাণে ৫ উইকেটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে পাকিস্তান দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট অর্জন করে এবং +০.২২৬ নেট রানরেট নিয়ে বাংলাদেশকে টপকে যায়। বর্তমানে বাংলাদেশ তিনে নেমে গেছে, তাদের নেট রানরেট +০.১২১। তবে বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি আছে এবং দুটিতেই জিততে পারলে লিটন দাসদের আর কোনো সমীকরণের হিসাব মেলাতে হবে না; চতুর্থবারের মতো তারা এশিয়া কাপের ফাইনালে উঠে যাবে।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শীর্ষে থাকা ভারতের নেট রানরেট +০.৬৮৯। তাদের সামনেও দুটি ম্যাচ বাকি আছে। গ্রুপপর্বে তিন ম্যাচে অপরাজিত থেকে সুপার ফোরে আসা শ্রীলঙ্কা এখন সবার আগে বিদায়ের ক্ষণ গুনছে। বাংলাদেশের পর তারা পাকিস্তানের কাছেও হেরেছে। এখন কেবল 'যদি-কিন্তু'র হিসাবই চারিথ আসালাঙ্কার দলকে বাঁচাতে পারে। তাদের অবশিষ্ট ম্যাচটিও কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে।

এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল খেলতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সামনে একটাই সমীকরণ – সেটি হলো ন্যূনতম আরও একটি ম্যাচ জেতা। যদি সবাই একটি করে ম্যাচ জেতে, তাহলে নেট রানরেটের হিসাব করা হবে। আজ (বুধবার) বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। নিঃসন্দেহে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াইটা টাইগারদের জন্য কঠিন হবে। তবুও জয়ের সামর্থ্য রাখা বাংলাদেশ আজ তেমন কিছু করতে পারলে ফাইনালের দিকে একধাপ এগিয়ে যাবে। তবে আজ হারলেও ফাইনালের পথ খোলা থাকবে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে লড়বে আগামীকাল (বৃহস্পতিবার)। সেই ম্যাচটি হতে পারে অলিখিত সেমিফাইনাল। যদি বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে যায়, তাহলে পাকিস্তান ম্যাচে বিজয়ী দল ফাইনালে উঠবে। আবার ভারত যদি বাংলাদেশের কাছে হারে, তবে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে তাদের ফাইনাল খেলা কেউ ঠেকাতে পারবে না। এর বাইরে কোনো দল একটি করে জিতলে, হিসাবে আসবে নেট রানরেট। সেক্ষেত্রে দৌড়ে টিকে থাকবে শ্রীলঙ্কাও!

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত