ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

নিউ ইয়র্কে এনসিপি নেতার উপর ডিম হা'মলা

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৮:৫৮:৪০

নিউ ইয়র্কে এনসিপি নেতার উপর ডিম হা'মলা

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ফেসবুকে এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দলের সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়।

ডা. জারা লেখেন, “এটি কোনো ব্যক্তিগত হামলা নয়; বরং আখতার হোসেনের রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছে। তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন, সেই দল ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে প্রতিনিয়ত কাজ করছে।”

তিনি আরও বলেন, “এই হামলা প্রমাণ করে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা তীব্র। আমি নিশ্চিত, আক্রমণ আখতার হোসেনকে দুর্বল করবে না; বরং তাঁর দৃঢ়তা আরও বাড়াবে।”

ঘটনার সময় ডা. তাসনিম জারা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখেন। এছাড়া দলীয় পক্ষ থেকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত