ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

নির্বাচনের আগেই প্রকাশিত হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল

২০২৬ জানুয়ারি ২৩ ১৯:১৫:৪৫

নির্বাচনের আগেই প্রকাশিত হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২৫ সালের প্রক্রিয়া এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া মৌখিক পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলা পর্যায়ে সব মৌখিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষকের চূড়ান্ত ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে।

লিখিত পরীক্ষার ধারা অনুযায়ী, ২০২৫ সালের নিয়োগের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি একযোগে দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) ১ হাজার ৪০৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর কিছু নিয়োগপ্রত্যাশী প্রশ্নফাঁসসহ অনিয়মের অভিযোগ তুলেছিলেন। ১১ জানুয়ারি প্রায় দেড় শতাধিক প্রার্থী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে অভিযোগপত্র জমা দেন।

এরপর অভিযোগগুলো গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এই প্রতিবেদনের পর বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

এরপর ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ২২ জানুয়ারি অধিদপ্তর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর জন্য মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার শেষে তাদের মধ্য থেকে ১৪ হাজার ৩৮৫ জনকে চূড়ান্তভাবে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

সংক্রান্ত সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে এই বড় নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। মৌখিক পরীক্ষা শেষে, আগামী ৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফলাফল প্রকাশে প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

১২ ঘণ্টার ব্যবধানেই সোনার দামে বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্বাভাবিক অস্থিতিশীলতার কারণে দেশের বাজারে আবারও বড় ধরনের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স... বিস্তারিত