ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

"বিএনপিকে মূল মঞ্চ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে" 

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৮:০৭:৩৬

"বিএনপিকে মূল মঞ্চ থেকে সরানোর ষড়যন্ত্র চলছে" 

নিজস্ব প্রতকিবেদক: প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, ছাত্রদলের সঙ্গে সংযুক্ত থাকার কারণে অনেক কর্মকর্তাকে গুরুত্বহীন করা হচ্ছে এবং সেই শূন্য পদে বিশেষ রাজনৈতিক দলের লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে।

রিজভী সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ‘এক-এগারোর মতো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দলকে রাজনীতির মূল মঞ্চ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, বেগম জিয়ার আমলে অথবা তার আগে মেরিটের ভিত্তিতে সুযোগ পাওয়া কর্মকর্তাদের, যদি তাদের ছাত্রজীবনে ছাত্রদলের সঙ্গে সংযোগ থাকে অথবা পরিবারের কেউ বিএনপির সাথে যুক্ত থাকত, তাদের পদ বা সুযোগ সংকুচিত করা হচ্ছে।

রিজভী দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেন, ‘দেশকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র থেমে নেই।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন, আসন্ন দুর্গাপূজার সময় নাশকতার পরিকল্পনা হতে পারে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত