ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৭:৫৩:৫৫

মঙ্গলবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়েছে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করবেন।

তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে সোমবার (২২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে তা জানানোর ব্যবস্থা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে।

কমিটি অনুরোধ করেছে, দেশের কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ বা ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত