ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

২০২৫ সেপ্টেম্বর ২১ ০৯:২১:২৩

বছরের শেষ সূর্যগ্রহণ আজ

তথ্য প্রযুক্তি ডেস্ক: চলতি বছরের শেষ সূর্যগ্রহণ আজ রাতেই আকাশপটে দৃশ্যমান হবে। তবে বাংলাদেশ থেকে এ মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব হবে না। গ্রহণটি ঘটছে আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে, যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝামাঝি অবস্থান নেয় এবং সূর্যের একটি অংশ ঢেকে ফেলে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সময় ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো ঘটনাটি স্থায়ী হবে প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

সূর্যগ্রহণ মূলত দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার বিভিন্ন অঞ্চল থেকে। গ্রহণের কেন্দ্রীয় গতিপথ শুরু হবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া দ্বীপের উত্তর-পূর্বে স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে। এরপর বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম অংশে গিয়ে শেষ হবে এই বিরল দৃশ্য।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত