ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

ডিসেম্বরের মধ্যে টেলিটকে যুক্ত হচ্ছে ১ হাজার নতুন টাওয়ার

২০২৫ সেপ্টেম্বর ২০ ২৩:১৭:০৯

ডিসেম্বরের মধ্যে টেলিটকে যুক্ত হচ্ছে ১ হাজার নতুন টাওয়ার

তথ্যপ্রযুক্তি ডেস্ক: রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই আরও ১ হাজার নতুন টাওয়ার যুক্ত হচ্ছে। এর ফলে টেলিটকের ফোরজি টাওয়ারের সংখ্যা বেড়ে ৫ হাজার ৭৬০টিতে পৌঁছাবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, দায়িত্ব নেওয়ার সময় সারাদেশে টেলিটকের ফোরজি টাওয়ারের সংখ্যা ছিল ৪ হাজারের কম। বর্তমানে এই সংখ্যা ৪ হাজার ৭৬০টিতে পৌঁছেছে। ডিসেম্বরের মধ্যে এটি ৫ হাজার ৭৬০টিতে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, তাদের দায়িত্ব পালনকালে ১ হাজার ৭৬০টিরও বেশি ফোরজি টাওয়ার বাস্তবায়িত হচ্ছে এবং পাইপলাইনে মোট ২ হাজার ৪২০টি টাওয়ার চালু করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত