ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

সনি হ’ত্যা মামলার সাজাভোগী মুশফিক টগর গ্রেপ্তার

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৬:৪২:২৩

সনি হ’ত্যা মামলার সাজাভোগী মুশফিক টগর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার সাজাভোগী মুশফিক উদ্দিন টগর (৫০) অবৈধ অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, মুশফিক সীমান্ত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র এনে রাজধানীতে বিক্রি করতেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার, ১৫৬টি গুলি, একটি গুলির খোসা, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “মুশফিক একজন চিহ্নিত অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অভিযান চলছে।”

ফায়েজুল আরেফীন আরও জানান, মুশফিকের বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে দরপত্র নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাবেকুন নাহার সনি। এরপর ২০০৩ সালের ২৯ জুন ঢাকার বিচারিক আদালতে সনি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগরসহ দুইজনকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০০৬ সালে উচ্চ আদালত মুশফিকের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

দীর্ঘ কারাভোগ শেষে ২০২২ সালে মুক্তি পাওয়ার পর থেকে মুশফিক আবার অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠেন এবং অবৈধ অস্ত্র ব্যবসায় যুক্ত হন। র‍্যাব জানিয়েছে, তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী ও সীমান্ত এলাকায় আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয়... বিস্তারিত