ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

দুর্নীতির অভিযোগে তিন সরকারি কর্মকর্তা বরখাস্ত

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৩:১৯:৩৩

দুর্নীতির অভিযোগে তিন সরকারি কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: আবাসন পরিদপ্তরে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়। বরখাস্তকৃতরা হলেন উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়ায় অনিয়ম, আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ এবং ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের সুপারিশে অসদাচরণসহ নানাবিধ অভিযোগ এই কর্মকর্তাদের বিরুদ্ধে রয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাশেদ আহম্মেদ সাদী সরকারি বাসা বরাদ্দ সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদ অর্জন করেছেন। তদন্তাধীন এ অভিযোগগুলো স্পর্শকাতর হওয়ায় তাদের বরখাস্ত করা হয়েছে।

আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সহকারী হিসাবরক্ষক নজরুল ইসলামও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে আবেদনকারীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হন।

বরখাস্তকৃত সকল কর্মকর্তা সরকারি বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রশাসন আশঙ্কা করছে, তদন্ত চলাকালীন সময়ে তাঁরা থাকলে আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারতেন বা তদন্তে প্রভাব বিস্তার করতে পারতেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস

নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয়... বিস্তারিত