ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

সিঙ্গাপুরে তিন বাংলাদেশি ব্যাংক বিপাকে 

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১১:২২:১৬

সিঙ্গাপুরে তিন বাংলাদেশি ব্যাংক বিপাকে 

ডুয়া ডেস্ক: সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশিরা বড় অংশে প্রবাসী আয়ের নগদ রেমিট্যান্স পাঠান, যা প্রথমে স্থানীয় রেমিট্যান্স হাউসে জমা হয় এবং সেখান থেকে বাংলাদেশে আসে। কিন্তু সম্প্রতি ডিবিএস ব্যাংক ঘোষণা করেছে, তারা আর নগদ রেমিট্যান্স গ্রহণ করবে না। এতে সিঙ্গাপুর থেকে বৈধ পথে অর্থ প্রেরণের ধারা স্থবির হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা তিনটি বাংলাদেশি ব্যাংকের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।

বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেছে। ডিবিএস ব্যাংক ৩১ অক্টোবর পর্যন্ত নগদ অর্থ গ্রহণ চালিয়ে যেতে রাজি হয়েছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এই পদক্ষেপকে যথাযথ বলে মনে করছে, তবে অর্থ পাচার রোধে দ্রুত নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

সিঙ্গাপুরে বাংলাদেশি তিনটি ব্যাংক—অগ্রণী, ন্যাশনাল ও প্রাইম—২০০৬ সাল থেকে রেমিট্যান্স সেবা দিয়ে আসছে। এখন শুধু ডিবিএস ব্যাংকের মাধ্যমে লেনদেন চলছে। সিঙ্গাপুরে এসব ব্যাংকের শাখাগুলো রেমিট্যান্স গ্রহণের পাশাপাশি অন্যান্য ব্যাংকিং সুবিধা দেয়।

ডিবিএস ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, নগদ অর্থ গ্রহণ বন্ধ হলে রেমিট্যান্স হাউস অর্থ নিতে পারলেও তা দেশে পাঠাতে পারবে না। এতে হুন্ডি বা অবৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণের ঝুঁকি বাড়বে।

এনবিএল মানি ট্রান্সফারের সিইও শহীদুল ইসলাম আজাদ বলেন, “নগদ লেনদেন বন্ধ হলে প্রবাসীদের আয়ের বৈধ প্রবাহে সমস্যা হবে। ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়তে সময় দেওয়া জরুরি।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সিঙ্গাপুর থেকে প্রায় ৩৮ কোটি ডলার এবং ২০২২-২৩ অর্থবছরে ৪২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। চলতি বছরের জানুয়ারি-মে মাসে প্রায় ২৬ হাজার ৩৮৯ জন বাংলাদেশি সিঙ্গাপুরে কাজ করতে গেছেন।

অ্যাবিবির সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেন, “নগদ লেনদেন কমানোর কারণে রেমিট্যান্স প্রেরণকারীদের অসুবিধা হতে পারে। ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণ দ্রুত কার্যকর করার ব্যবস্থা প্রয়োজন।”

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত