ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

চট্টগ্রাম বন্দরে বার্ড ফুডের আড়ালে ৬.৫ কোটি টাকার পপি সিড জব্দ

২০২৫ নভেম্বর ০৬ ১৯:৫৪:২২

চট্টগ্রাম বন্দরে বার্ড ফুডের আড়ালে ৬.৫ কোটি টাকার পপি সিড জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের আড়ালে বিপুল পরিমাণ নিষিদ্ধ পপি সিড (খাসখাস) জব্দ করেছে কাস্টমস হাউস। মোট ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ এ বীজের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে আটক এই চালানটি চতুরতার সঙ্গে বার্ড ফুড ঘোষণায় আমদানি করা হয়েছিল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউস বিষয়টি নিশ্চিত করে।

কাস্টমস সূত্র জানায়, মেসার্স আদিব ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ‘বার্ড ফুড’ ঘোষণায় এই পণ্য আমদানি করে। তাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করে এম.এইচ. ট্রেডিং সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড। চালানে মোট ৩২ হাজার ১০ কেজি বার্ড ফুড দেখানো হলেও পরীক্ষায় দেখা যায়, এর মধ্যে মাত্র ৭ হাজার ২০০ কেজি আসল বার্ড ফুড এবং বাকিটা ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড।

চতুরভাবে কন্টেইনারের দরজার পাশে কিছু বার্ড ফুড রেখে নিচে পপি সিড গোপন করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শাখা চালানটি আটক করে এবং ২২ অক্টোবর ২০২৫ তারিখে কায়িক পরীক্ষা সম্পন্ন করে।

এরপর নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ল্যাবে পরীক্ষা করা হয়। তিন প্রতিষ্ঠানই নিশ্চিত করে যে, পণ্যটি পপি সিড।

আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী পপি সিড আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে নিয়ন্ত্রিত পদার্থ। ফলে কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী পুরো চালান জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, আমদানিকারকের ঘোষণায় চালানের মূল্য দেখানো হয়েছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, কিন্তু জব্দ করা নিষিদ্ধ পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমস হাউসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য দেশের বাজারে প্রবেশের আগেই আটক করা সম্ভব হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত