ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
করাচি-চট্টগ্রাম রুটে প্রথমবারের মতো সরাসরি শিপিং সার্ভিস চালু
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতায় নতুন গতি এনে প্রথমবারের মতো করাচি ও চট্টগ্রাম বন্দরকে সংযুক্ত করে সরাসরি সমুদ্রপথে শিপিং সেবা চালু হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনে সময় অর্ধেকে নেমে এসেছে এবং পরিবহন ব্যয় কমছে উল্লেখযোগ্যভাবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে জানান, সরাসরি শিপিং কার্যক্রম চালুর ফলে আগে যেখানে পণ্য পৌঁছাতে ২৩ দিন লাগত, এখন সেটি মাত্র ১০ দিনে সম্পন্ন হচ্ছে। এতে শুধু লজিস্টিক দক্ষতাই বাড়েনি, দুই দেশের ব্যবসা-বাণিজ্যও আরও গতিশীল হয়েছে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় ধারাবাহিক ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। সেই ধারায় বাংলাদেশ গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানি পণ্যে ১০০ শতাংশ বাধ্যতামূলক কাস্টমস পরিদর্শন শর্ত তুলে নেয়। ইসহাক দার এই সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্যিক আস্থাবৃদ্ধির বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। তার মতে, এ পরিবর্তন পাকিস্তানি রপ্তানিপণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
এছাড়া ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন চাল রপ্তানি করেছে এবং মোট ২ লাখ টন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশি বাজারে পাকিস্তানি টেক্সটাইল ব্যবসার আগ্রহও বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ডেনিম এক্সপোতে পাকিস্তানের ২০০-রও বেশি কোম্পানির অংশগ্রহণ এই প্রবণতার ইঙ্গিত দেয়।
সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও সংযোগ সম্প্রসারণের উদ্যোগ চলছে। বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানের দুটি বেসরকারি এয়ারলাইন্সকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে। সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত হলে সরাসরি ফ্লাইট চালু হবে, যা ব্যবসা ও পর্যটনে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে বলে আশা করা হচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ফার্মা খাতের ১৮ কোম্পানি, দেখুন এক নজরে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: রেকর্ড পরিমাণ অর্থ পাবে মেসিরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বস্ত্র খাতের ২১ কোম্পানি, দেখুন এক নজরে
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- হরলিকসের জোয়ারে ইউনিলিভারের মুনাফায় দুর্দান্ত প্রত্যাবর্তন