ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২
হঠাৎ আফগানিস্তান সফরে কেন মামুনুল হক ?

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আচমকাই আফগানিস্তান সফরে গেছেন। তাঁর সঙ্গে ছয়জন আলেমও রয়েছেন। এই সফর শুরু হয় গত বুধবার সকালেই, যেখানে তারা সরাসরি কাবুল পৌঁছান। তবে সফরটি ঘিরে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে সময় ও উদ্দেশ্যকে কেন্দ্র করে।
দলটি জানিয়েছে, এটি কোনো দলীয় সফর নয়। খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকার বা ‘ইমারাতে ইসলামিয়া’র আমন্ত্রণে প্রতিনিধি দলটি সফরে গিয়েছে। কাবুলে তারা তালেবান সরকারের প্রধান বিচারপতি, কয়েকজন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফরকারীরা তালেবান সরকারের অধীনে নারীর অধিকার ও মানবাধিকার বিষয়ক বাস্তব চিত্র সরেজমিনে দেখবেন। বিশেষত পশ্চিমা দেশগুলোর সমালোচনার প্রেক্ষাপটে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে।
তবে এই সফরের সময় বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ, মামুনুল হক যখন আফগানিস্তানে রয়েছেন, তখন ঢাকায় তার দল খেলাফত মজলিসের বিক্ষোভ কর্মসূচি চলছে। দলটি ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে। আগামীকাল সব বিভাগীয় শহরেও কর্মসূচি থাকবে।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সফরটিকে একান্তই ‘ওলামা সমাজের উদ্যোগ’ বলছেন। তিনি জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সফর নয় এবং সঙ্গে থাকা অনেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এর আগে ২০০১ সালেও ওলামা সমাজ আফগানিস্তান সফর করেছিল।
প্রতিনিধিদলে মামুনুল হকের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ, মাওলানা আব্দুল আউয়াল, ময়মনসিংহ বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, বারিধারা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, জমিয়তের নেতা মাওলানা মনির হোসাইন কাসেমী এবং ময়মনসিংহের মাওলানা মাহবুবুর রহমান রয়েছেন।
তারা ১৪ সেপ্টেম্বর সৌদি আরবে ওমরাহ পালন শেষে দুবাই হয়ে কাবুলে পৌঁছান। সফরের অংশ হিসেবে তারা আরও কয়েকটি মধ্যএশীয় দেশও পরিদর্শন করবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে দলটি ইসলামী শাসনের একটি ‘মডেল’ সম্পর্কে ধারণা নিতে চায়। তবে মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশে ইসলামি সরকার নেই, তাই তালেবানি মডেল সরাসরি প্রয়োগ সম্ভব নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা