ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ইভ্যালির এমডি ও চেয়ারম্যানকে আরও ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি আদালত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও অবৈধ সম্পদ সঞ্চয়ের মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আজ (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন, যা মামলার বাদী পক্ষের আইনজীবী এইচএম রুহুল আমিন মোল্লা নিশ্চিত করেছেন।
কারাদণ্ডের সঙ্গে প্রতিজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত তিন মাস জেলাভোগ করতে হবে, তবে এই সময় কঠোর শ্রমের বিধান থাকবে না।
আদালত তিনজন সাক্ষীর জবানবন্দি শোনার পর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
বাদীর আইনজীবী রুহুল আমিন মোল্লা বলেন, "আসামিরা সাধারণ মানুষের বিশ্বাসকে প্রতারণার মাধ্যমে ভঙ্গ করেছে, যা একটি গুরুতর অপরাধ। এই রায় ক্ষতিগ্রস্তদের কাছে ন্যায়বিচারের অনুভূতি বয়ে আনবে, তা যত ছোটই হোক না কেন। তবে, এই রায় যথেষ্ট নয়।"
উল্লেখ্য, বাদী মোঃ আবুল কালাম আজাদ ২০২৩ সালের ৭ ডিসেম্বর মামলা করেন। একই দিনে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে ইভ্যালি কোম্পানি গড়ে তুলেছিলেন, মূল উদ্দেশ্য ছিল গ্রাহকদের প্রতারণা করা। তারা আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের লোভ দেখান।
বিজ্ঞাপন দেখে বাদী ২৩ লাখ টাকা দিয়ে ১১টি মোটরসাইকেল ক্রয় করেন। যদিও ইভ্যালির শর্ত অনুযায়ী পণ্য সপ্তাহখানিক বা ৩০ দিনের মধ্যে সরবরাহ করতে হতো, তবুও তা করা হয়নি।
মামলার নথি অনুযায়ী, ইভ্যালি বিভিন্ন ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করেছে এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা