ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

ইভ্যালির এমডি ও চেয়ারম্যানকে আরও ৩ বছরের কারাদণ্ড

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৪:৩১:৩৮

ইভ্যালির এমডি ও চেয়ারম্যানকে আরও ৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি আদালত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বিশ্বাসঘাতকতা, প্রতারণা ও অবৈধ সম্পদ সঞ্চয়ের মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আজ (১৮ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন, যা মামলার বাদী পক্ষের আইনজীবী এইচএম রুহুল আমিন মোল্লা নিশ্চিত করেছেন।

কারাদণ্ডের সঙ্গে প্রতিজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত তিন মাস জেলাভোগ করতে হবে, তবে এই সময় কঠোর শ্রমের বিধান থাকবে না।

আদালত তিনজন সাক্ষীর জবানবন্দি শোনার পর রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

বাদীর আইনজীবী রুহুল আমিন মোল্লা বলেন, "আসামিরা সাধারণ মানুষের বিশ্বাসকে প্রতারণার মাধ্যমে ভঙ্গ করেছে, যা একটি গুরুতর অপরাধ। এই রায় ক্ষতিগ্রস্তদের কাছে ন্যায়বিচারের অনুভূতি বয়ে আনবে, তা যত ছোটই হোক না কেন। তবে, এই রায় যথেষ্ট নয়।"

উল্লেখ্য, বাদী মোঃ আবুল কালাম আজাদ ২০২৩ সালের ৭ ডিসেম্বর মামলা করেন। একই দিনে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে ইভ্যালি কোম্পানি গড়ে তুলেছিলেন, মূল উদ্দেশ্য ছিল গ্রাহকদের প্রতারণা করা। তারা আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের লোভ দেখান।

বিজ্ঞাপন দেখে বাদী ২৩ লাখ টাকা দিয়ে ১১টি মোটরসাইকেল ক্রয় করেন। যদিও ইভ্যালির শর্ত অনুযায়ী পণ্য সপ্তাহখানিক বা ৩০ দিনের মধ্যে সরবরাহ করতে হতো, তবুও তা করা হয়নি।

মামলার নথি অনুযায়ী, ইভ্যালি বিভিন্ন ভ্রান্ত প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ করেছে এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত