ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

নতুন ফোনে পুরোনো ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১২:০০:০৩

নতুন ফোনে পুরোনো ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

তথ্য প্রযুক্তি ডেস্ক: নতুন ফোনে স্যুইচ করা বা পুরোনো ফোন রিসেট করার পর অনেক ব্যবহারকারীর মনে প্রশ্ন জাগে—আগের সব তথ্য কি ফেরত পাওয়া যাবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি প্রয়োজনীয় ডেটা আগে থেকেই Google অ্যাকাউন্টে ব্যাকআপ রাখা থাকে, তবে নতুন ফোনে খুব সহজেই তা পুনরুদ্ধার করা সম্ভব। এর মাধ্যমে নিরাপদে ফটো, ভিডিও, কন্টাক্ট, অ্যাপ সেটিংসসহ গুরুত্বপূর্ণ তথ্য ফিরে পাওয়া যায়।

গুগল ব্যাকআপ কীGoogle ব্যাকআপ হলো এমন একটি সেবা যা স্বয়ংক্রিয়ভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে সংরক্ষণ করে। এর আওতায় থাকে ফোনের সেটিংস, অ্যাপ ডেটা, কন্টাক্ট, ক্যালেন্ডার, SMS, কল লগ, ফটো ও ভিডিও। নতুন ফোনে Google অ্যাকাউন্টে লগইন করার পর এই ব্যাকআপ পুনরুদ্ধার করা যায়।

কীভাবে পুনরুদ্ধার করবেননতুন ফোন চালু করার পর ভাষা ও ওয়াইফাই সেটিংস বাছাই করে Google অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর অন-স্ক্রিন নির্দেশনা অনুসরণ করে কোন ডেটা পুনরুদ্ধার করতে চান তা বেছে নিতে হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে ২৪ ঘণ্টা পর্যন্ত। এ সময়ে ফোনে ইন্টারনেট সংযোগ থাকা জরুরি।

কোন ডেটা ফেরত পাবেনফটো ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে Google Photos থেকে পুনরুদ্ধার হয়। কন্টাক্ট ও ক্যালেন্ডার তথ্য Google সিঙ্কের মাধ্যমে ফিরে আসে। অ্যাপ ও সেটিংসও পুরোনো অবস্থায় ফিরে আসে। SMS ও কল লগও ফেরত পাওয়া যায়, যদি আগে ব্যাকআপ নেওয়া থাকে।

সতর্কতা ও টিপসউচ্চতর Android ভার্সন থেকে নিম্ন ভার্সনে ব্যাকআপ পুনরুদ্ধার সম্ভব নয়। আর আগের ফোনে ব্যাকআপ না থাকলে নতুন ফোনে তথ্য ফেরত আনা যাবে না। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, Google Drive-এ গুরুত্বপূর্ণ ফাইল আলাদাভাবে ব্যাকআপ রাখা এবং প্রক্রিয়া চলাকালে ফোন বন্ধ না করার জন্য।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, Google ব্যাকআপ ব্যবহার করলে নতুন ফোন সেটআপ প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত হয়।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত