ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৯:৪৫:৫২

জাতিসংঘে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের অধিবেশনে বাংলাদেশ রোহিঙ্গা সংকট, গণতন্ত্রের পথে দেশের চলমান যাত্রা, জলবায়ু পরিবর্তন এবং শান্তিরক্ষা কার্যক্রমসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোরালো অবস্থান তুলে ধরবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘Better Together: 80 years and more for peace, development and human rights’, যা বিশ্বজুড়ে সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে।

এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর তালিকায় চারজন রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, এই চারজন হলেন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "এটা করা হয়েছে, কারণ আমরা একটা পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে রাজনৈতিকবিদদের কাছে দেশের সার্বিক পরিচালনার ভার যাচ্ছে। সেই হিসেবে আমরা তাদের প্রতিনিধিদলে রেখেছি।" তবে রাজনীতিবিদের বাইরে প্রধান উপদেষ্টার বহরে মোট কতজন সফরসঙ্গী হবেন, তা এখনো জানা যায়নি।

৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা ইস্যুকে ঘিরে এমন উচ্চ পর্যায়ের বৈঠক এবারই প্রথম। পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার উদ্যোগেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং কক্সবাজারে সম্প্রতি অনুষ্ঠিত অংশীদারদের সংলাপ ছিল এর প্রস্তুতির অংশ।

২৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। তৌহিদ হোসেন জানান, গত বছরের গণঅভ্যুত্থান এবং চলমান সংস্কার কার্যক্রমে তরুণ সমাজের অগ্রণী ভূমিকা এই মঞ্চে তুলে ধরা হবে।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। তার ভাষণে গণতন্ত্রের পথে বাংলাদেশের যাত্রা, চলমান সংস্কার, শান্তিরক্ষা কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অভিবাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জগুলো আলোচিত হবে। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধানের বিষয়টিও তার আলোচনায় স্থান পাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথা রয়েছে। এছাড়াও, সময়সূচি অনুযায়ী আরও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে।

অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমনওয়েলথ, ওআইসি, জি-৭৭, বিমস্টেকসহ বিভিন্ন সাইডলাইন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হলো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা। এবারের জাতিসংঘ অধিবেশন বিশ্বমঞ্চে বাংলাদেশের এই অগ্রযাত্রা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ করে দেবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত