ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

৫ কোটি শিশু পাবে টাইফয়েডের টিকা, যেদিন থেকে শুরু

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৭:০৯:৫৩

৫ কোটি শিশু পাবে টাইফয়েডের টিকা, যেদিন থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশে টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হচ্ছে। সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইনে প্রায় পাঁচ কোটি শিশুকে একটি করে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে থানা-উপজেলা ও জেলার সব কর্মকর্তাকে এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা নিতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করবেন। এছাড়া জেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের ফেসবুক পেজে কার্যক্রম সম্পর্কিত পত্র ও আনুষঙ্গিক কাগজপত্র আপলোড করা হবে।

সহকারী উপজেলা বা সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ-নিজ ক্লাস্টারের বিদ্যালয়গুলোতে কার্যক্রমের সুষ্ঠু প্রতিপালন তদারকি করবেন। জেলা, উপজেলা ও থানার কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। প্রধান শিক্ষকদের দায়িত্ব থাকবে, শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারছেন কিনা নিশ্চিত করা এবং সব সহকারী শিক্ষকদের কার্যক্রমে সম্পৃক্ত করা।

টাইফয়েড টিকাদান কার্যক্রমে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, রোভার স্কাউট বা স্বেচ্ছাসেবী হিসেবে শিক্ষার্থীদের নিয়োগ এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণের দায়িত্ব পালন করবেন। রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা তদারকি করাও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ এই কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত