ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বর্তমান বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি: জেনে নিন তাদের তালিকা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৫:৪১:১৫

বর্তমান বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি: জেনে নিন তাদের তালিকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের তালিকা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, যা তাদের কোম্পানির শেয়ারের মূল্য, বাজারের ওঠানামা এবং নতুন বিনিয়োগের ওপর নির্ভরশীল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির একটি সংক্ষিপ্ত পরিচিতি নিচে তুলে ধরা হলো। এই তালিকাটি প্রধানত ফোর্বস এবং ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের রিয়েল-টাইম ডেটার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

১. ল্যারি এলিসন (Larry Ellison)

সম্পদের উৎস: ওরাকল (Oracle)পরিচিতি: ওরাকল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা। ক্লাউড কম্পিউটিং এবং ডেটাবেজ সফটওয়্যারের বাজারে তার কোম্পানির অব্যাহত সাফল্যের কারণে তিনি এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ধনী হিসেবে পরিচিতি পেয়েছেন।

২. ইলন মাস্ক (Elon Musk)

সম্পদের উৎস: টেসলা, স্পেসএক্স, এক্স (সাবেক টুইটার)পরিচিতি: টেসলা (বৈদ্যুতিক গাড়ি) এবং স্পেসএক্স (মহাকাশ গবেষণা) এর মতো যুগান্তকারী প্রতিষ্ঠানের কর্ণধার। তার উদ্ভাবনী ব্যবসায়িক কৌশল এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে তিনি এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

৩. জেফ বেজোস (Jeff Bezos)

সম্পদের উৎস: আমাজন, ব্লু অরিজিনপরিচিতি: বিশ্বের বৃহত্তম ই-কমার্স সংস্থা আমাজন-এর প্রতিষ্ঠাতা। আমাজন এবং তার অন্যান্য বিনিয়োগ, বিশেষ করে মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিন-এর কারণে তিনি এই তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন।

৪. বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault) ও তার পরিবার

সম্পদের উৎস: এলভিএমএইচ (LVMH)পরিচিতি: ফরাসি এই ব্যবসায়ী বিশ্বের বৃহত্তম বিলাসবহুল পণ্য কোম্পানি LVMH-এর প্রধান নির্বাহী। তার অধীনে লুই ভিটন, ডিওর, টিফানি অ্যান্ড কো-এর মতো ৭৫টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। বিলাসবহুল পণ্যের বাজারে তার কোম্পানির শক্তিশালী অবস্থান তাকে তালিকার উপরের দিকে রেখেছে।

৫. মার্ক জাকারবার্গ (Mark Zuckerberg)

সম্পদের উৎস: মেটা প্ল্যাটফর্মস (ফেসবুক)পরিচিতি: ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মসের প্রতিষ্ঠাতা ও সিইও। মেটার অব্যাহত জনপ্রিয়তা এবং মেটাভার্স খাতে তার নতুন বিনিয়োগের কারণে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে।

৬. ওয়ারেন বাফেট (Warren Buffett)

সম্পদের উৎস: বার্কশায়ার হ্যাথাওয়েপরিচিতি: 'ওরাকল অফ ওমাহা' নামে পরিচিত এই বিনিয়োগ গুরুকে সর্বকালের সেরা বিনিয়োগকারীদের একজন হিসেবে ধরা হয়। তার বিচক্ষণ বিনিয়োগ কৌশল তাকে এখনো বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় শক্তিশালী অবস্থানে রেখেছে।

৭. বিল গেটস (Bill Gates)

সম্পদের উৎস: মাইক্রোসফট, বিনিয়োগপরিচিতি: মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা। যদিও তিনি এখন জনহিতকর কাজে বেশি সময় দেন, তবুও প্রযুক্তি এবং অন্যান্য খাতে তার ব্যাপক বিনিয়োগের কারণে তিনি এই তালিকায় স্থান ধরে রেখেছেন।

৮. ল্যারি পেজ (Larry Page)

সম্পদের উৎস: অ্যালফাবেট (গুগল)পরিচিতি: সার্চ ইঞ্জিন গুগল-এর সহ-প্রতিষ্ঠাতা এবং এর মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশনের সাবেক সিইও। গুগলের ধারাবাহিক সাফল্য তার সম্পদকে আকাশচুম্বী করেছে।

৯. স্টিভ বলমার (Steve Ballmer)

সম্পদের উৎস: মাইক্রোসফট, বিনিয়োগপরিচিতি: মাইক্রোসফটের সাবেক সিইও এবং বর্তমানে বাস্কেটবল দল লস অ্যাঞ্জেলেস ক্লিপার্সের মালিক। মাইক্রোসফটে তার বিশাল শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ায় তিনি তালিকার উপরের দিকে উঠে এসেছেন।

১০. সের্গেই ব্রিন (Sergey Brin)

সম্পদের উৎস: অ্যালফাবেট (গুগল)পরিচিতি: ল্যারি পেজের সাথে তিনিও গুগল-এর সহ-প্রতিষ্ঠাতা। প্রযুক্তি খাতে তার বিনিয়োগ এবং গবেষণা তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ধনী হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

'শেখ হাসিনার শাসনামলে কোনো দুর্নীতি-হত্যাকাণ্ড ঘটেনি'

'শেখ হাসিনার শাসনামলে কোনো দুর্নীতি-হত্যাকাণ্ড ঘটেনি'

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান... বিস্তারিত